Friday, 25 July 2014

ক্যাটরিনা কাইফের অজানা ২০!


গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয় তাকে, ইতোমধ্যেই পুরো ভারতবর্ষে "বার্বি ডল" হিসেবে খ্যাতি রয়েছে যারকে বলুনতো? সে আর কেউ না, বলিউডের অন্যতম আবেদনময়ী নায়িকা ক্যাটরিনা কাইফসে কি ইন্ডিয়ান নাকি ব্রিটিশ? তার সম্পর্কে জানার আগ্রহের শেষ নেইসেই আগ্রহ এবং কৌতূহলকে মাথায় রেখে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম ক্যাটরিনা কাইফ সম্পর্কে অজানা ২০টি তথ্য নিয়ে, যেগুলো আপনি নিঃসন্দেহে জানেন না!

ক্যাটরিনা কাইফের অজানা ২০টি তথ্য

টিনএইজ বয়স থেকেই মডেলিংয়ের সাথে জড়িত রয়েছেন
অনলাইনে শপিং করার বাতিক রয়েছে এই নায়িকারমোট কথা অনলাইনে পোশাক কিনতে সিদ্ধহস্ত ক্যাটরিনা কাইফ
লন্ডনের বয়ফ্রেন্ডব্র্যান্ডের জিন্স এই তারকার খুব পছন্দের
২০১৩ সালে ক্যাটরিনা কাইফের দুই বোনের বিয়ে সম্পন্ন হয়
হংকংয়ে জন্মগ্রহণ করেন ক্যাটরিনা কাইফ
ক্যাটরিনা কাইফের মা একটি দাতব্য সংস্থাতে কাজ করতেনএবং এই সংস্থাটির শাখা পুরো বিশ্বে ছড়িয়ে থাকায় দু বছর পরপর পুরো পরিবারসহই দেশ পরিবর্তন করতে হতো
মিয়ার স্ট্রোক অফ লাকর মডেলিংয়ের কাজে সর্বপ্রথম ভারতের মুম্বাই শহরে আসেন
প্রথম ৩ বছর ৬ মাস প্রতিদিন কাজ করতে হয়েছে এই তারকাকেকখনো কখনো দিনে ১৬ ঘণ্টাও কাজ করতেন এই নায়িকা
সাধারণ একটি ট্যাক্সি ভাড়া করে বেরিয়ে পড়তেন কাজের সন্ধানে বিজ্ঞাপন সংস্থা গুলোতে নিজের একটি পোর্ট ফলিও নিয়ে ঘুরে বেড়াতেন কাজের জন্যপ্রতিদিন নিয়ম করে অডিশন দিতে চলে যেতেন এই তারকাসেখানে ব্যানারে লিখে রাখা নিজের মোবাইল নাম্বারটি অনর্গল বলে যেতে হতো তাকে
১০ ক্যাটরিনা মনে করেন কাজে নিজস্ব ধারাই তাকে সাফল্য এনে দিয়েছে
১১শুটিংয়ের বাইরে ক্যাটরিনা সধারনত ট্র্যাক প্যান্টস এবং গেঞ্জি পরতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন
১২প্রথম সিনেমা ‘বুম’এ ক্যাটরিনা কাইফের খোলামেলা উপস্থাপন বলিউড অঙ্গণে সমালোচনার ঝড় তোলে এবং মুক্তির কিছুদিন পর ছবিটি সর্ব-সাধারনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়
১৩তবে প্রথম হিন্দি ছবিতে ভালো করতে না পারলেও, দুটি তেলুগু ছবি মালিশোয়ারিএবং পিডুগুদিয়ে সবার নজর কাড়তে সক্ষম হন
১৪প্রতিটি ছবি মুক্তির আগে ক্যাটরিনা সিধিভিনায়াক মন্দির, মাউন্ট মেরি চার্চ ও আজমির শরীফ দরগা ঘুরে আসেন
১৫অন্ধকার এবং পোকামাকড়কে অত্যন্ত ভয় পান এই আভিনেত্রী
১৬নামাস্তে লন্ডনর পর আর বসে থাকতে হয়নি এই তারকাকেবলিউডকে দিয়ে গেছেন একের পর এক ব্লকবাস্টার হিট ছবি
১৭বলিউডের আবেদনময়ী নায়িকাদের দৌড়ে এক নাম্বারে রয়েছেন এই তারকা
১৮রণবীর কাপুর- ক্যাটরিনা কাইফের মধ্যকার সম্পর্কটি খোদ ক্যাটরিনা ভেঙ্গে ফেলেনআরও মজার ব্যাপার হল যখনই এই তারকাকে বিয়ের প্রস্তাব দেয়া হয়েছে ততবারই প্রেমের সম্পর্কটি ভেঙ্গে ফেলেছেন এই তারকাএবং সালমানের ক্ষেত্রেও ঘটে একই ঘটনা
১৯ক্যাটরিনার বাবা জন্মসুত্রে একজন ইন্ডিয়ান কাশ্মীরি
২০সাধারণ এবং স্বাস্থ্যকর খাবারই বেশি পছন্দ এই তারকারতবে ভাত এবং দইয়ের প্রতি রয়েছে আলাদা আসক্তি


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: