Saturday, 5 July 2014

বিয়ে ভাঙার পর কেমন আছেন সারিকা? দেখুন সাম্প্রতিক সময়ে তোলা কিছু ছবিতে


বেশ কিছু দিন হলো আলোচনায় নেই দেশের জনপ্রিয় মডেল, অভিনেত্রী সারিকা২০০৬ সালে মিডিয়ায় এসেই নিজের গ্ল্যামার ও মিষ্টি হাসি দিয়ে ভক্তদের মন জয় করে নিয়েছিলেন সারিকাজনপ্রিয়তার শীর্ষে থাকা এই অভিনেত্রীর এভাবে হঠাৎ করেই আলোচনার বাইরে চলে যাওয়াটাকে মানতে পারছেন না তার ভক্ত ও অনুরাগীরা

কিছুদিন আগেই বিয়ের ঘোষণা দিয়ে আবারও আলোচনায় এসেছিলেন তিনিমাহিম করিম নামের এক তরুণের সঙ্গে সারিকার বিয়ে হওয়ার কথা ছিলবিয়ে করে নতুন জীবনে পাইলট হওয়ার স্বপ্নের কথাও সারিকা জানিয়েছিলেন সারিকাকিন্তু শেষ পর্যন্ত জানা যায় যে মাহিম করিম একজন প্রতারক এবং সারিকাকে নেশার পথে টেনে নিয়ে গিয়েছিলো মাহিম করিমফলে সেই বিয়েটিও ভেঙ্গে যায় এবং সারিকাকে রিহ্যাবে ভর্তি করিয়ে দেন তাঁর বাবা-মাফলে মিডিয়ায় কিংবা ফেসবুকে অনেক দিন সারিকাকে দেখা যায়নি


কিন্তু সম্প্রতি তিনি ফেসবুকে নিজের বেশ কিছু সেলফি আপলোড করেছেনতার একার এবং অন্য অভিনেত্রী ও মডেলদের সাথে তোলা এসব সেলফিতে সারিকাকে আগের মত প্রানবন্ত না দেখালেও সম্পর্কের জটিলতার ধকল যে তিনি কিছুটা কাটিয়ে উঠেছেন সেটা বোঝা যায়। 

একটি অনুষ্ঠানে যাওয়ার আগে সাজগোজের সেলফি তুলেছেন সারিকা

মডেল হৃদির সাথে গাড়িতে তোলা একটি সেলফি
মডেল হৃদির সাথে গাড়িতে তোলা একটি সেলফি।


একটি অনুষ্ঠানে তারকাদের সাথে আড্ডা দেয়ার সময় তোলা একটি সেলফি। সারিকার পাশে আছেন মডেল মোনালিসাও। - See more at: http://www.priyo.com/2014/06/23/l78251.html#sthash.BeDGKPNj.dpuf

একটি অনুষ্ঠানে তারকাদের সাথে আড্ডা দেয়ার সময় তোলা একটি সেলফিসারিকার পাশে আছেন মডেল মোনালিসাও

 

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: