ছবির পরিচালক নাগেন্দ্র জানিয়েছে, ‘বার্বি ছবিতে একটি বিশেষ গানের দৃশ্যে থাকবেন। এটা আইটেম নম্বর নয়। ছবিতে এইটি বার্থ-ডে গান রয়েছে আর বার্বিকে সেখানেই দেখা যাবে’।
সূত্রের খবর দক্ষিণী ছবির পর বার্বি অনুভব সিনহার ‘জিদ’ ছবিতে কাজ করতে চলেছেন। বার্বি একজন প্রতিষ্ঠিত নৃত্য শিল্পীও বটে। নিজের কেরিয়ারের জন্য বড় বোন প্রিয়াঙ্কাকে বিশেষ ধন্যবাদ দিয়েছেন ববি। মিস ওয়ার্ল্ড হওয়ার পর একটি বিজ্ঞাপনে দুই বোন একসঙ্গে কাজ করেছিলেন।
আশ্চর্য বিষয় হলো বলিউডে আসার আগে প্রিয়াঙ্কা চোপড়াও তামিল ছবিতে কাজ করেছেন। এবার দেখা যাক বোনের দেখানো পথ ধরে বার্বি কতটা সফল অভিনেত্রী হতে পারেন।

0 comments: