Sunday, 6 July 2014

শোবিজে বেশ খানিকটা দুর্নাম কুড়িয়েছেন তিনি, কিন্তু কেন?



এবারের ঈদেই অগ্নি পরীক্ষার খাতা খুলছেন অভিনেত্রী ববি। শাকিব খানের বিপরীতে 'হিরো দ্য সুপারস্টার' থেকেই বোঝা যাবে চলচ্চিত্রে ববির দৌড় কতদূর। এমনিতে পরিচালক ইফতেখারের সাথে প্রেমের সম্পর্কে তার বাইরে ছবি না করায় শোবিজে বেশ খানিকটা দুর্নাম কুড়িয়েছেন।
এইসব মিলিয়ে ববি কতটা ক্যারিয়ারে দাঁড়াতে পারবেন তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকই। আর যে ছবির সাথেই ববির সম্পৃক্ত হচ্ছেন সেই ছবিতেই কোনো না কোনো ঝামেলা তৈরি হচ্ছে। শাকিবের প্রযোজনার ছবিতে অপু বিশ্বাসের সাথে ঝামেলা। এরপর মালেক আফসারীর ছবিতে সিনিয়র নির্মাতাদের ভুগিয়েছেন প্রেম ঝামেলায় জড়িয়ে।
তাই ববিকে কোনো সিনেমায় পেতে হলে আগে পরিচালক ইফতেখারের অনুমতি নিতে হয়, এই বিষয়টি এখন বাজারে চাউর রয়েছে। আর এই ডামাডোলে অনেকের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে ববির। এরপরও এবারের ঈদেই ভরসা তার। কারণ এর আগের ছবিগুলোয় সেইভাবে জ্বলে উঠতে না পারায় এবারের ঈদে বড় বাজেটের ছবির ভিড়ে ববি কতটা বেরিয়ে আসতে পারেন সেটিই দেখার বিষয়।











SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: