Thursday, 15 May 2014

মা হতে চান না রাবিনা

প্রথমে মাধুরী দীক্ষিত,
তারপর টাব্বু। আর এবার
পালা রবিনা ট্যান্ডনের।
কেউ মা হতে চাইছেন
না প্রিয়াঙ্কা চোপড়া ও
রণবীর সিংয়ের।
জোয়া আখতারের নতুন
ছবি ‘দিল ধরকনে দো’র।
চিত্রনাট্য তৈরি, হিরো-
হিরোইন এমনকি হিরো-র
বাবাও রেডি, কিন্তু কিছুতেই
খুঁজে পাওয়া যাচ্ছে না নায়কের মাকে। পরিচালক
জোয়া মাধুরী থেকে টাবু সবাইকে অনুরোধ
করেছিলেন রণবীর সিংয়ের মা হতে, কিন্তু
স্ক্রিপ্ট পছন্দ হলেও, রণবীর-প্রিয়াঙ্কার
মা হতে চাইছেন না কেউ-ই। রবিনা ট্যান্ডনের
কাছে পৌঁছে গিয়েছিলেন জোয়া। তবে রবিনাও
জোয়ার মুখের উপর নাকচ করেছেন চরিত্রটি করতে।
জানা গেছে, শেফালি ছায়া হতে পারেন
ছবিতে রণবীর-প্রিয়াঙ্কার মা। আর বাবা হচ্ছেন
অনিল কাপুর। ছবিতে ভাই-বোনের
চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা ও রণবীর সিংকে।


SHARE THIS

Facebook Comment

0 comments: