Thursday, 15 May 2014

'শুভ জন্মদিন', ভক্তদের শুভেচ্ছায় সিক্ত সানি লিওন

'রাগিনি এমএমএস ২' তারকা সানি লিওনের
জন্মদিন আজ। হাল আমলের হিট গায়ক
হানি সিংয়ের কথায়, 'আজ দিন হ্যায় সানি সানি।'
১২ মে রাত ১২টা পেরিয়ে ক্যালেন্ডারে ১৩
মে আসতেই সানিকে জন্মদিনের
শুভেচ্ছা জানিয়েছেন তার স্বামী ড্যানিয়েল
ওয়েবার। চকোলেট কেক আর গ্লাস ভরা ওয়াইন
ছিলো তাদের হাতে। তবে রাতেই শেষ নয়,
পুরো দিনটাই সানি শুটিং ফ্লোর
থেকে দূরে থেকে ড্যানিয়েলের সঙ্গে সময়
কাটাবেন।
সকাল থেকেই ফ্যান
মেলে ভর্তি হয়ে গিয়েছে সানির লেটার বক্স।
টুইটারেও প্রচুর শুভেচ্ছা এসেছে। ভক্তদের
ধন্যবাদও জানিয়েছেন সানি। বলিউড ইন্ডাস্ট্রির
তরফ থেকে বহু মানুষ ফুলের
তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সানিকে।
জানা গিয়েছে, 'রাগিনি এমএমএস টু' এর প্রযোজক
একতা কাপুর নতুন একটি ছবির অফারকেই
বার্থডে গিফট হিসেবে দিয়েছেন সানিকে।
আগস্ট মাসেই মুক্তি পাবে সানি অভিনিত সেক্স-
কমেডি 'মাস্তিজাদে'। আর সানি এখন ব্যস্ত
অ্যাকশন ছবি 'টিনা অ্যান্ড লোলো'র শুটিংয়ে।


SHARE THIS

Facebook Comment

0 comments: