কেলেঙ্কারিতে জড়ালেন পাকিস্তানের খ্যাতিমান
ক্রিকেটার ইমরান খান। গত কয়েকদিন
ধরে পাকিস্তানের রাজনীতির মঞ্চে ৬১ বছর
বয়সী সাবেক এই ক্রিকেটারের
সঙ্গে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ঘনিষ্ঠ ও
পাকিস্তানের শীর্ষ ধনী মিয়া মানশার ২১ বছর
বয়সী কন্যার ‘গোপন প্রণয়’ ইস্যু আলোচনার
কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ওই
তরুণী সন্তানসম্ভবা হয়ে পড়েছেন
বলে পাকিস্তানের গণমাধ্যমে খবর বেরিয়েছে।
পাকিস্তান পোস্টের এক অনলাইন
প্রতিবেদনে দাবি করা হয়-
মিডিয়া আলোচনা এড়াতে ঘটনায় নাম জড়ানো ওই
মেয়েটিকে ইতিমধ্যেই লন্ডনে পাঠিয়েছেন
মিয়া মানশা পরিবার। তিনি এখন সন্তানসম্ভবা।
দেশটির অনেক সাংবাদিক বিষয়টি নিশ্চিত
করেছেন। অবশ্য ইমরান খানের ঘনিষ্ঠ বিভিন্ন
সূত্র বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন।
এক সময়ের প্লেবয় ইমেজের ইমরান খান এখন
পুরোদস্তুর রাজনীতিবিদ। তার দল তেহরিক-ই-
ইনসাফ এখন পাকিস্তানের খাইবার
প্রদেশে ক্ষমতাসীন আছে। তারই নেতৃত্বে ১৯৯২
সালে বিশ্বকাপ ক্রিকেট জিতেছিল পাকিস্তান।
তার এমন খবর এখন মানুষের মুখে মুখে আলোচিত
হয়ে পড়েছে পাকিস্তানে। ইমরান খান তার
ক্রিকেট জীবনে দেশে-বিদেশে অনেক মেয়ের
সঙ্গে কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিলেন,
এটা কারোরই অজানা নয়। এর আগে সীতা হোয়াইট
নামে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এক
তরুণীর সঙ্গে কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিলেন
ইমরান খান। শোনা যায়, তাইরিন
নামে একটি মেয়ে সন্তানও রয়েছে তাদের। কিন্তু
ইমরান তা স্বীকার করেননি।
সীতা হোয়াইটের সঙ্গে ১৯৮৭-৮৮ সালে ইমরানের
প্রেমের সম্পর্ক ছিল। সীতা হোয়াইট
তাইরিনকে ইমরানের মেয়ে দাবি করলেও ইমরান
পরে তা অস্বীকার করেন। ১৯৯১
সালে তারা দুজনে আবারও দেখা করেন এমন খবরও
ছিল। এরপর, ১৯৯৫ সালে ব্রিটিশ
ইহুদি মেয়ে জেমিমাকে বিয়ে করেন ইমরান খান।
২০০৪ সালে জেমিমার সঙ্গে ইমরানের
ছাড়াছাড়ি হয়ে যায়। ওই ঘরেও ইমরানের দুই
ছেলে রয়েছে। তারা এখন লন্ডনে বসবাস করেন।
তবে হালের এই কেলেংকারির বিষয়ে এখনো মুখ
খোলেননি ইমরান।
0 comments: