বাজারে আসছে জনপ্রিয়
পপ সম্রাট প্রয়াত মাইকেল জ্যাকসনের অপ্রকাশিত গানের অ্যালবাম। ‘এক্সস্কেপ’ শিরোনামের
অ্যালবামটিতে মোট আটটি একক গান থাকছে।
২০০৯
সালে জ্যাকসনের মৃত্যুর পর এই প্রথম তার অ্যালবাম প্রকাশ হচ্ছে। এই মাসের
১৩ তারিখ থেকে অ্যালবামটি বাজারে পাওয়া যাবে।
এর আগে, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ‘আইহার্টরেডিও অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে একটি গানের প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। ‘লাভ নেভার ফেল্ট সো গুড’ শিরোনামের গানটি মাইকেল জ্যাকসন লিখে রেকর্ড করেছিলেন ১৯৮৩ সালে। আইটিউনসে গতকাল থেকে গানটি পাওয়া যাচ্ছে। অ্যালবামের বাকি গানগুলো তৈরি হয়েছে ১৯৮৩ থেকে ১৯৯৯ সালের মধ্যকার সময়ে।
২০০৯ সালের ২৫ জুন মাইকেল জ্যাকসন সারাবিশ্বের কোটি ভক্তকে অবাক করে দিয়ে না ফেরার দেশে চলে যান।
এর আগে, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ‘আইহার্টরেডিও অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে একটি গানের প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। ‘লাভ নেভার ফেল্ট সো গুড’ শিরোনামের গানটি মাইকেল জ্যাকসন লিখে রেকর্ড করেছিলেন ১৯৮৩ সালে। আইটিউনসে গতকাল থেকে গানটি পাওয়া যাচ্ছে। অ্যালবামের বাকি গানগুলো তৈরি হয়েছে ১৯৮৩ থেকে ১৯৯৯ সালের মধ্যকার সময়ে।
২০০৯ সালের ২৫ জুন মাইকেল জ্যাকসন সারাবিশ্বের কোটি ভক্তকে অবাক করে দিয়ে না ফেরার দেশে চলে যান।

0 comments: