Tuesday, 22 April 2014

সাত পাকে বাঁধা পড়লেন রানি-আদিত্য

অবশেষে ফুটল বিয়ের ফুল, ইতালিতে সাত পাকে বাঁধা পড়লেন রানি মুখ্যার্জি ও আদিত্য চোপড়া। মঙ্গলবার ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার রাতে ইতালিতে একটি ছোট্ট ঘরোয়া অনুষ্ঠানে, গোপনীয়তার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন তারা।

জিনিউজ বাংলা জানিয়েছে, শোনা যাচ্ছে, মুম্বাইতে ফিরে হবে বিয়ের রিসেপশন। সেখানেই আমন্ত্রণ জানানো হবে গোটা বলিউডকে। সংবাদমাধ্যমের থেকে দূরে থাকতেই বিদেশে করা হল বিয়ের অনুষ্ঠান।

গত বছর থেকেই শোনা যাচ্ছিল, এই বছরই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তারা। মনে করা হচ্ছিল, ১৪ ফেব্র“য়ারি ভ্যালেন্টাইনস ডে’র দিন হতে চলেছে বিয়ে। অবশেষে এপ্রিলে ফুটল বিয়ের ফুল।

এর আগেও বহুবার এসেছে রানি-আদিত্যর বিয়ের খবর। কিন্তু প্রতিবারই সেই খবর ভুয়া প্রমাণিত হয়েছে। কেমন হবে বহু প্রতীক্ষিত এই বিয়ে? তা নিয়েও ছিল বহু জল্পনা। অবশেষে সবকিছুর অবসান ঘটিয়ে বিয়ে করলেন রানি-আদিত্য।

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: