Monday, 21 April 2014

এবার খোলামেলা হয়ে প্রীতি জিনতা....

কারিনা, কাটরিনা, প্রিয়াংকাসহ বলিউডের শীর্ষ অভিনেত্রীরা এরই মধ্যে আইটেম গানের মাধ্যমে দর্শক মাতিয়েছেননতুন নতুন আইটেম গানে সামনেও তাদের পাওয়া যাবে বলিউডে এখন আইটেম গান নিয়মিত একটি বিষয়ে পরিণত হয়েছে, যা বেশ ভালই উপভোগ করছেন অভিনেত্রীরাওতাই এখন আর রাখি সাওয়ান্ত কিংবা ইয়ানা গুপ্তার মতো আইটেম স্পেশালিস্টদের দিয়ে আইটেম গান হচ্ছে নাঅভিনয় থেকে শুরু করে আইটেম গান সবই করছেন শীর্ষ অভিনেত্রীরাই

তবে নতুন খবর হচ্ছে, এবার আইটেম গান দিয়ে দর্শক হৃদয়ে কাঁপন তুলতে আসছেন প্রীতি জিনতাগত কয়েক বছর ধরেই অভিনয়ে অনেক কম পাওয়া যাচ্ছে তাকেবলিউডে প্রীতির পড়তি সময় এটা- এমনটাই বলছেন বলিউড সংশ্লিষ্টরাঠিক এই পড়তি সময়েই চমক নিয়ে আসছেন প্রীতিএর আগে চোরি চোরি চুপকে চুপকেছবিতে একটি বারেদিওয়ানি দিওয়ানিগানে পারফর্ম করলেও তখন আইটেম গানের প্রচলন তেমন একটা ছিল না

এবার দীর্ঘ সময় পর একটি ছবিতে পরিপূর্ণ আইটেম গানে পারফর্ম করতে যাচ্ছেন তিনিনাম না ঠিক হওয়া এ ছবিটি পরিচালনা করছেন ফারহান আক্তারতবে ছবিটিতে অভিনয় করবেন না, শুধু আইটেম গানেই কোমর দুলাবেন প্রীতিতবে হঠাৎ করে আইটেম গানের মধ্যে প্রীতির এই ফেরা নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছে

জানা গেছে, ব্যাপক খোলামেলারূপেই এই গানে পারফর্ম করবেন তিনিগানটির কোারিওগ্রাফি করবেন গনেশ আচার্যগানটি নিয়ে বেশ এক্সাইটেড প্রীতিএ বিষয়ে তিনি বলেন, আইটেম গানের প্রতি ঝোঁক আমার বরাবরই ছিল

শুধু সুযোগের অপেক্ষায় ছিলামআমার বন্ধু ফারহান যখন প্রস্তাবটি করলো তখন রাজি হয়ে যাইবেশ বড় আয়োজনের এ আইটেম গানে হট প্রীতিকেই সবাই পাবেন গানটির শুটিংয়ে খুব শিগগিরই অংশ নেবোআশা করছি ভাল লাগবে সবার



SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: