Tuesday, 22 April 2014

আলোকিত তারকাদের অন্ধকার জীবন



ঝলমলে তারকাদের অনেকের জীবনেই রয়েছে অন্ধকার অংশএমন অনেক ঘটনা কখনো ব্যাপক প্রচার পেয়েছেআবার এমনো আছে, যা অনেকেই জানেন নাবলিউডের জনপ্রিয় তারকাদের জীবনের কিছু অন্ধকার অংশ এখানে দেওয়া হলো
মনিকা বেদি : ২০০২ সালে আন্ডার ওয়ার্ল্ড ডন আবু সালেমের সঙ্গে লিসবনে গ্রেপ্তার হন বলিউড তারকা মনিকা বেদিতিন বছর শাস্তি শেষে তাদের ভারতে ফিরিয়ে আনা হয়আবার ২০১০ সালে আবার তিনি গ্রেপ্তার হন পাসপোর্ট জালিয়াতির অভিযোগেসাজা ভোগ করেছেন, তবে মেয়াদ কমিয়ে দেওয়া হয় তাকে
সঞ্জয় দত্ত : বলিউডের ইতিহাসে এই জনপ্রিয় অভিনেতাই বোধহয় সবচেয়ে আলোচিত নানা অবরাধে অভিযুক্ত কলেজে থাকতেই মাদকে আসক্ত থাকার অভিযোগ ছিলোএ ছাড়া অবৈধ অস্ত্র রাখার কারণেও জেল খাটতে হয়েছে তাকেআর এসব ঘটনা চলচ্চিত্রে তার উপস্থিতিকে আরো জনপ্রিয় করে তোলে
সালমান খান : ২০০২ এর ২৮ সেপ্টেম্বর রাতে এই মহাতারকার গাড়ি রাস্তার পাশে তুলে দেওয়ায় একজনের মৃত্যুর পর থেকে তার ওপর চোখ রাখতে হয় আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরএ বিচারের রায় এখনো দেওয়া হয়নি
নভজত সিং সিধু : এই ভারতীয় ক্রিকেট তারকা ১৯৮৮ সালে পাতিয়ালার এক বাসিন্দাকে হত্যার অভিযোগে অভিযুক্তসিধুর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলেও তাকে মুক্তি দেওয়া হয়
ফারদিন খান : ২০০১ সালে ফারদিনকে গ্রেপ্তার করা হয় অবৈধ মাদক কেনা ও গ্রহণের অভিযোগেতারও আগে ৯ গ্রাম কোকেন রাখার অভিযোগ প্রমাণিত হয়
মারিয়া সুসাইরাজ : মারিয়া তার প্রেমিক ২০০৮ সালে গ্রেপ্তার হন টিভি এক্সিকিউটিভ নিরাজ গ্রোভারকে হত্যার অভিযোগেহত্যার প্রমাণ ধ্বংস করার অপরাধে মারিয়াকে ৩ বছরের জেল দেওয়া হয়
সারিকা রামসাই : এই অভিনেত্রী মাত্র ৪ বছর বয়স থেকে অভিনয় জীবনে প্রবেশ করেন বাবা পরিবারকে ত্যাগ করার পর তাকেই উপার্জনের মাধ্যম বানিয়ে ফেলেন তার মা তাকে স্কুলে না ভর্তি করিয়ে জোর করে শুটিংয়ে পাঠানো হতোক্যারিয়ারের ছোটকাল থেকে বড় হওয়া পর্যন্ত তাকে নানা অপকর্মে বাধ্য করেন তার মা


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: