‘গ্যাংস অফ ওয়াসিপুর’
ও
‘রামলীলা’
ছবিতে
অভিনয় করে বলিউডের মাঠে নিজের একটা জায়গা
করে ফেলেছেন রিচা চাড্ডা। ঝুলিতে
তাঁর এখন বেশ কিছু ছবি। তার মাঝখানেই নিজেকে খবরে রাখতে রিচার নতুন প্রচেষ্টা সবজি প্রেম! ‘পিপল
ফর দ্য এথিকাল ট্রিটমেন্ট অফ অ্যানিমেল’
ওরফে
‘পেটা’র
এক বিজ্ঞাপনের জন্য রিচা গায়ে পরলেন
বাঁধাকপির পাতা ও বিট। বিজ্ঞাপনের
মূল উদ্দেশ্যই হল নন-ভেজ খাবার ছেড়ে
ভেজিটেরিয়ানেই মানুষের মনোনিবেশ।
রিচা জানিয়েছেন, 'মেডিক্যাল সায়েন্সই প্রমাণিত মানুষের শরীরের পক্ষে মাংস খাওয়া খুব একটা ভালো নয়। তাই খাবারের প্লেটে সবজিকেই স্বাগত জানানো উচিত।' রিচা মনে করছেন তাঁর এই সবজি বিপ্লব মানুষকে ভেজিটেরিয়ান হতে সাহায্য করবে।
রিচা জানিয়েছেন, 'মেডিক্যাল সায়েন্সই প্রমাণিত মানুষের শরীরের পক্ষে মাংস খাওয়া খুব একটা ভালো নয়। তাই খাবারের প্লেটে সবজিকেই স্বাগত জানানো উচিত।' রিচা মনে করছেন তাঁর এই সবজি বিপ্লব মানুষকে ভেজিটেরিয়ান হতে সাহায্য করবে।

0 comments: