Wednesday, 23 April 2014

রোজ রাতে মেয়ে লাগত মাইকেল জ্যাকসনের !


পপ সম্রাট মাইকেল জ্যাকসনের যৌন জীবন নিয়ে তাঁর জীবদ্দশায় যতটা উৎসাহ ছিল বিশ্বজুড়ে, তাঁর মৃত্যুর পরও সেটা নিয়ে কৌতূহল আরো বেড়েছেতাই তো মাইকেল জ্যাকসনের নিরপত্তা রক্ষী জেভন বিয়ার্ডের লেখা বই 'রিমেম্বার দ্য টাইম : প্রোটেক্টিং মাইকেল জ্যাকসন ইন হিস ফাইনাল ডে'তেও উঠে এল তাঁর যৌন জীবনের নতুন তথ্যনিরাপত্তারক্ষী জেভন জানিয়েছেন, "মাইকেল সমকামী নয়, এমনকি বাচ্চাদের সঙ্গে মাইকেল কখনই যৌনতায় লিপ্ত হযননিমাইকেলের সম্পর্কে এই ধারণা একেবারেই ভ্রান্ত।"
জেভন আরো বলেন, "মাইকেলের নারীর প্রতি আসক্তি ছিল একটু বেশিইতাই রোজ রাতেই আলাদা আলাদা মেয়ের সঙ্গে যৌন সঙ্গমে লিপ্ত হতেন মাইকেলআর সেই মেয়ে জোগানোর কাজ আমার উপরই পড়তমাইকেল আমাকে খুব বিশ্বাস করতেনফর্সা মেয়েদের প্রতি মাইকেল একটু বেশিই দুর্বল ছিলেন মাইকেলের পছন্দ ছিল টিনএজ মেয়ে

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: