Saturday, 26 April 2014

বিয়ে করছেন বলিউড অভিনেত্রী ডায়ানা

বিয়ে করছেন 'ককটেল' খ্যাত অভিনেত্রী ডায়ানা পেন্টিতাকে সর্বশেষ দেখা গেছে ২০১২ সালে মুক্তি পাওয়া 'ককটেল' সিনেমাতেইসাইফ আলী খানের বিপরীতে ওই সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসাও পেয়েছিলেন ডায়ানাতবে এরপরই সিনেমা থেকে নিজেকে গুটিয়ে নিয়ে শুধু মডেলিংয়ে সময় দিচ্ছেন ডায়ানা

শোনা যাচ্ছে, মুম্বাইয়ের ডায়মন্ড ব্যবসায়ী হার্শ সাগরকে বিয়ে করতে চলেছেন তিনিবেশ কয়েক বছর ধরেই তাদের মধ্যে প্রণয়ঘটিত সম্পর্ক চলছেএখন সম্পর্কটিকে পরবর্তী ধাপে রূপ দিতে তারা প্রস্তুত বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোহার্শ সাগর চলচ্চিত্র নির্মাতা চন্দ্র ভরতের ভাতিজাসেই সূত্রেই ডায়ানা এবং সাগরের বলিউড কানেকশনতবে বিয়ে নিয়ে এখনো কিছু বলেননি ডায়ানাএর আগে, খবর প্রকাশ হয়েছিল, প্রেমিকের কথাতেই নতুন কোনো চলচ্চিত্রে কাজ না করে শুধু মডেলিং নিয়েই আছেন ডায়ানা পেন্ট। 


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: