Saturday, 26 April 2014

কন্যাকে নিয়ে বাসায় ফিরলেন পূর্ণিমা

নবজাত কন্যাকে নিয়ে বাসায় ফিরলেন পূর্ণিমাবুধবার দুজনই বাসায় ফেরায় নিকুঞ্জের 'মা কুঞ্জ'তে বইছে আনন্দের বন্যাপূর্ণিমার মা সুফিয়া খাতুনের আনন্দ সবচেয়ে বেশিআকিকা দিয়ে নাতনির নাম রাখা হবে, এর জন্য অপেক্ষা করতে রাজি নন তিনি'জানু' নামে ডাকতে শুরু করেছেন পরিবারের নতুন সদস্যকেতিনি বললেন, "এটা আমার জানবড় মেয়ে রেখার ছেলেমেয়েও আমার জানআমি এখন আমার জীবনের বাকিটা সময় জানদের নিয়েই কাটাতে চাইআপনারা সবাই আমার জানু'র জন্য দোয়া করবেন।"
উল্লেখ্য, নায়িকা পূর্ণিমা গত ১৩ই এপ্রিল রাতে এক কন্যাসন্তানের জন্ম দেনসেই থেকে পূর্ণিমার মা ও শ্বশুরবাড়িতে বইছে আনন্দের বন্যাপূর্ণিমা ও তার স্বামী ফায়াদ জামাল কন্যা হওয়ার আনন্দে বিভোরচিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছুদিন হাসপাতালে থাকার পর বুধবার বাসায় আনা হয়েছে মা ও মেয়েকেদুজনই এখন সুস্থতাই প্রস্তুতি চলছে আকিকারসেই সঙ্গে সন্ধান চলছে সুন্দর একটি নামের



SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: