নবজাত কন্যাকে নিয়ে
বাসায় ফিরলেন পূর্ণিমা। বুধবার দুজনই
বাসায় ফেরায় নিকুঞ্জের 'মা কুঞ্জ'তে
বইছে আনন্দের বন্যা। পূর্ণিমার মা
সুফিয়া খাতুনের আনন্দ সবচেয়ে বেশি। আকিকা দিয়ে নাতনির নাম রাখা হবে,
এর
জন্য অপেক্ষা করতে রাজি নন তিনি। 'জানু' নামে ডাকতে
শুরু করেছেন পরিবারের নতুন সদস্যকে। তিনি বললেন, "এটা আমার জান। বড় মেয়ে রেখার ছেলেমেয়েও আমার জান। আমি এখন আমার জীবনের
বাকিটা সময় জানদের নিয়েই কাটাতে চাই। আপনারা
সবাই আমার জানু'র জন্য দোয়া করবেন।"
উল্লেখ্য, নায়িকা পূর্ণিমা গত ১৩ই এপ্রিল রাতে এক কন্যাসন্তানের জন্ম দেন। সেই থেকে পূর্ণিমার মা ও শ্বশুরবাড়িতে বইছে আনন্দের বন্যা। পূর্ণিমা ও তার স্বামী ফায়াদ জামাল কন্যা হওয়ার আনন্দে বিভোর। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছুদিন হাসপাতালে থাকার পর বুধবার বাসায় আনা হয়েছে মা ও মেয়েকে। দুজনই এখন সুস্থ। তাই প্রস্তুতি চলছে আকিকার। সেই সঙ্গে সন্ধান চলছে সুন্দর একটি নামের।
উল্লেখ্য, নায়িকা পূর্ণিমা গত ১৩ই এপ্রিল রাতে এক কন্যাসন্তানের জন্ম দেন। সেই থেকে পূর্ণিমার মা ও শ্বশুরবাড়িতে বইছে আনন্দের বন্যা। পূর্ণিমা ও তার স্বামী ফায়াদ জামাল কন্যা হওয়ার আনন্দে বিভোর। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছুদিন হাসপাতালে থাকার পর বুধবার বাসায় আনা হয়েছে মা ও মেয়েকে। দুজনই এখন সুস্থ। তাই প্রস্তুতি চলছে আকিকার। সেই সঙ্গে সন্ধান চলছে সুন্দর একটি নামের।

0 comments: