Saturday, 26 April 2014

বিরতি নিলেন অগ্নিলা



অভিনয় থেকে বলা যায় একধরনের বিরতিই নিলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অগ্নিলা গতবছর দেশে এসে কোনরকম পরিকল্পনা ছাড়াই অগ্নিলা নিজেকে আবারো অভিনয়ে পুরোদস্তুও ব্যস্ত করে তুলেনতিনি ভেবেছিলেন তার এই ব্যস্ততা হঠাত করেই কমিয়ে ফেলতে পারবেনকিন্তু একের পর এক পরিচালকদের অনুরোধ রাখতে গিয়ে যে কারণে তিনি দেশে এসেছিলেন তা থেকে অনেক দূরে সরে আসেন অগ্নিলামূলত এবার তিনি দেশে বেড়াতে এসেছিলেন কিন্তু একের পর এক নাটকে অভিনয় করতে হয় তাকেযেমন দেশে এসে তিনি ধারাবাহিক নাটক আলী ফিদা একরাম তোজোর পরিচালনায় ফ্যামিলি প্যাকনাটকে অভিনয় করার পাশাপাশি বিশেষ বিশেষ দিবসের কয়েকটি নাটকেও অভিনয় করেনশুধু তাই নয় কয়েকটি বিজ্ঞাপনচিত্রেও তিনি মডেল হিসেবে কাজ করেছেনআবার এরমধ্যে বিভিন্ন টিভি চ্যানেলের বিভিন্ন টিভি শোতে অংশগ্রহণের বিশেষ অনুরোধতো ছিলোইকিন্তু তিনি সেসব টিভি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেননিঅগ্নিলা বলেন , ‘সবমিলিয়ে আসলে মিডিয়ার কাজে এতো বেশি ব্যস্ত হয়ে পড়েছি যে এখন একেবারেই কাজ করছিনা বলা যায় কানাডা যাবার আগে বিরতিই নিয়ে নিলামআর কোন নতুন নাটক কিংবা বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করবোনাআবার যদি কানাডা থেকে ফিরে আসি তখন নতুন কোন নাটক কিংবা বিজ্ঞাপনে কাজ করবোএদিকে অগ্নিলা জানান খুব শিগগিরই তিনি তার আবাসস্থল কানাডায় ফিরে যাবেনযাবার আগে তিনি সবার কাছে আন্তরিকভাবে দোয়া চেয়েছেন

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: