অভিনয় থেকে বলা যায় একধরনের বিরতিই নিলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী
অগ্নিলা। গতবছর দেশে
এসে কোনরকম পরিকল্পনা ছাড়াই অগ্নিলা নিজেকে আবারো অভিনয়ে পুরোদস্তুও ব্যস্ত করে তুলেন। তিনি
ভেবেছিলেন তার এই ব্যস্ততা হঠাত করেই কমিয়ে ফেলতে পারবেন। কিন্তু একের
পর এক পরিচালকদের অনুরোধ রাখতে গিয়ে যে কারণে তিনি দেশে এসেছিলেন তা থেকে অনেক দূরে সরে আসেন অগ্নিলা। মূলত
এবার তিনি
দেশে বেড়াতে এসেছিলেন। কিন্তু
একের পর
এক নাটকে অভিনয় করতে হয় তাকে। যেমন
দেশে এসে তিনি ধারাবাহিক নাটক আলী ফিদা একরাম তোজোর পরিচালনায় ‘ফ্যামিলি প্যাক’ নাটকে
অভিনয় করার পাশাপাশি বিশেষ বিশেষ দিবসের কয়েকটি নাটকেও অভিনয় করেন। শুধু তাই নয় কয়েকটি বিজ্ঞাপনচিত্রেও তিনি মডেল হিসেবে কাজ করেছেন। আবার এরমধ্যে বিভিন্ন টিভি চ্যানেলের বিভিন্ন টিভি শো‘তে অংশগ্রহণের বিশেষ অনুরোধতো ছিলোই। কিন্তু তিনি সেসব টিভি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেননি। অগ্নিলা বলেন , ‘সবমিলিয়ে আসলে মিডিয়ার
কাজে এতো বেশি ব্যস্ত হয়ে পড়েছি যে এখন একেবারেই কাজ করছিনা। বলা যায় কানাডা যাবার আগে বিরতিই নিয়ে নিলাম। আর কোন নতুন নাটক কিংবা বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করবোনা। আবার যদি কানাডা থেকে ফিরে আসি তখন নতুন কোন নাটক
কিংবা বিজ্ঞাপনে কাজ করবো।’ এদিকে
অগ্নিলা জানান খুব শিগগিরই তিনি তার আবাসস্থল কানাডায় ফিরে যাবেন। যাবার আগে তিনি সবার কাছে আন্তরিকভাবে দোয়া চেয়েছেন।

0 comments: