নানা ঘটন-অঘটনের
ক্রিকেট আসরের নাম ইন্ডিয়া প্রিমিয়ার লিগ (আইপিএল)। এই আসরে অনেক তারকা
যেমন ক্রীড়া নৈপূণ্য দেখিয়ে আলোচনায় আসেন, তেমনি অনেকেই
আবার তাদের ব্যক্তিগত জীবনের কীর্তির জন্যেও
বার বার খবরের শিরোনাম হয়ে আসেন। এবারের আইপিএলে তেমনি বেশ আলোচনা চলছে তারকা ক্রিকেটারদের
গার্লফ্রেন্ডদের নিয়ে। এ ক্ষেত্রে প্রথমেই চলে আসে বিরাট কোহলি
ও তার গার্লফ্রেন্ড আনুশকা শর্মার কথা। বলিউড অভিনেত্রী আনুশকার সঙ্গে বিরাটের
প্রেম চলছে ধুমছে। আইপিএলের
উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ খান তো বিরাটের গলায় ঝুলিয়ে দিয়েছেন আনুশকার ছবি। অনেকেরই
ধারণা খুব শিগশিরই এই দুজন বিয়ের পিঁড়িতে বসতে পারেন।
রয়েল চ্যালেঞ্জার
ব্যাঙ্গালুরুর যুবরাজ সিং এখন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার প্রেমে হাবুডুবু খাচ্ছেন। সম্প্রতি তাদের ডেটিংয়ের খবরও ছিল আলোচনার শীর্ষে।
অন্যদিকে, ভারতীয় স্পিনার হারভজন সিং চুটিয়ে প্রেম
করে যাচ্ছেন আরেক বলিউড অভিনেত্রী গীতা
বাসরার সঙ্গে।
আইপিএলের বিদেশি
খেলোয়াড়দের মধ্যে প্রথমেই চলে আসে দক্ষিণ আফ্রিকান অল রাউন্ডার জ্যাক ক্যালিসের কথা। কলকাতা
নাইট রাইডার্সের হয়ে খেলতে আসা এই খেলোয়াড়ের প্রেমিকার
নাম শ্যামোনি জারদিম।
ডেল
স্টেইনের প্রেমিকা দক্ষিণ আফ্রিকার এক স্বনামধন্য অভিনেত্রী জেনী
কিটজম্যান। এই দুজনের সম্পর্কের রসায়নও জটিল বলেই জানা গেছে। - See more
at:
http://www.kalerkantho.com/online/sports/2014/04/26/77241#sthash.mzVXgA9G.dpuf
ডেল স্টেইনের
প্রেমিকা দক্ষিণ আফ্রিকার এক স্বনামধন্য অভিনেত্রী জেনী কিটজম্যান। এই দুজনের সম্পর্কের রসায়নও জটিল বলেই
জানা গেছে।
অস্ট্রেলিয়ান ডেভিড
ওয়ার্নারের প্রেমিকা নাম ক্যানডিস ফ্যালজন। ওয়ার্নার
এবার খেলছেন হায়দ্রাবাদ দলে। বিবাহিতদের ক্ষেত্রে বিবাহিত জীবনে
দারুণ সুখে আছেন গৌতম গম্ভীর। তার ন্ত্রীর নাম নাতাশা গম্ভীর। আরতী সেহবাগকে নিয়েও শান্তিতেই আছেন বীরেন্দ্র সেহবাগ। অস্ট্রেলিয়ান
শেন ওয়াটসন তার স্ত্রী লী ওয়াটসনকে নাকি
প্রচণ্ড ভালবাসেন। একই অবস্থা
আরেক অসি ক্রিকেটার মিচেল জনসনের। জেসিকা ব্রাটিক তার স্ত্রীর নাম।






Www.BDrima.TK
ReplyDelete