Sunday, 27 April 2014

বলিউডে পা রাখছে সঞ্জয়ের ছেলে শরণ



সঞ্জয় দত্ত শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয় করেছিলেন রেশমা অউর শেরাছবিতেসঞ্জয়ের বাবা সুনীল দত্ত অভিনীত ছবিটি মুক্তি পায় ১৯৭২ সালেতখন সঞ্জয়ের বয়স ছিল ১৩ বছরএবার বাবাকে টেক্কা দিয়ে মাত্র তিন বছর বয়সেই বলিউডে পা রাখছে সঞ্জয়ের ছেলে শরণ

পরিচালক সেজল শাহ-র ছবি হশমুখ পিঘল গয়ার একটি গানেই প্রথমবার সিনেপর্দায় আসতে চলেছে সঞ্জয় দত্তের ছেলে শরণজানা গেছে, জনপ্রিয় কিসিকি মুসকুরাহাটো পে হো নিসারগানের সঙ্গে নাচতে দেখা যাবে সঞ্জয়ের ছেলেকে

হাসমুখ পিঘাল গ্যায়াছবির গানের দৃশ্যে শরণের অন্তর্ভুক্তি প্রসঙ্গে আহমেদ খান বলেন, ‘গানটির দৃশ্যে অভিনয়ের জন্য আমাদের ছোট্ট একটি শিশুর দরকার ছিলআমরা শরণকে নেয়ার আগ্রহ প্রকাশ করলে সানন্দে রাজি হয়ে যান মান্যতাআমরা মুম্বাইয়ে গানটির শুটিং করেছি

উল্লেখ্য, সিনেমাতে শুধু সঞ্জয়ের ছেলে শরণ নয়, আত্মপ্রকাশ ঘটবে ওপি রালহানের নাতি আরমানওতাছাড়াও সিনেমাতে দেখা যাবে জ্যাকি শ্রফ, সঞ্জয় দত্ত ও অমিতাভ বচ্চনকে

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: