শাবনূর।
নব্বই দশক পরবর্তী বাংলা চলচ্চিত্রের অন্যতম শীর্ষ নায়িকা।
স্বাভাবিকভাবেই তার সম্পর্কে দর্শক-শ্রোতার জানার আগ্রহটা একটু বেশিই।
গত বছরের ২৯ ডিসেম্বর অস্ট্রেলিয়ার সিডনির অবার্ন হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে পুত্র সন্তানের মা হন শাবনূর। এরপর মার্চ মাসে নিজের পুত্র সন্তান আইজানকে নিয়ে দেশে ফেরার কথা থাকলেও ফেরেননি তিনি।
এ বিষয়ে জানার জন্য যোগাযোগ করা হলে শাবনূরের স্বামী অনিক বাংলানিউজকে জানান, জুন মাসে দেশে ফিরবেন শাবনূর। আইজানের বয়স এখন সাড়ে তিন মাস। জুন মাসের মধ্যেই আইজানের টিকার কোর্স শেষ হবে। এরপর শাবনূর ঢাকায় ফিরবেন। তাই ডাক্তারের পরামর্শে আইজানের ছয় মাস বয়স পর্যন্ত তাকে সেখানেই থাকতে হচ্ছে।
জানা গেছে, এ বছরের শেষের দিকে শাবনূর একসঙ্গে তিনটি অনুষ্ঠানের আয়োজন করবেন। নিজের জন্মদিন, ছেলের আকিকা এবং বিয়ের অনুষ্ঠান। এরপর নিজের অসমাপ্ত ছবির কাজগুলোও শেষ করবেন তিনি।
তবে, জন্মের পর একবারও নিজের সন্তানকে দেখতে অস্ট্রেলিয়ায় যেতে পারেননি শাবনূরের স্বামী অনিক। আবার তার ‘ব্যবসায়িক ব্যস্ততা’ নিয়েও ঘনিষ্ঠজনদের মধ্যে নানা ধরনের কথা চলছে। তাহলে কী শাবনূর ও অনিকের সম্পর্কে কোনো টানাপোড়েন চলছে? এমন প্রশ্ন এখন অনেকের।
এ বিষয়ে অনিক বলেন, ব্যবসার ক্ষতি হবে বলে আমি দেশ ছেড়ে এখনও বাইরে যেতে পারছি না। তবে সুযোগ পেলেই শাবনূর ও আইজানকে আনতে যাব। এর বেশি কিছু বলতে পারছি না।
অবশ্য, শাবনূরের মা আমেনা বেগম সম্প্রতি দেশে ফিরে এসেছেন। কিন্তু শাবনূর এবং তার স্বামী-সন্তান প্রসঙ্গে তিনি মুখ খুলতে নারাজ। স্বামী শাহজাহান চৌধুরীকে নিয়ে শাবনূরের দেশের অর্থ-সম্পত্তি দেখাশোনা করছেন তিনি।
স্বামী অনিক ‘বেশি’ কিছু বলতে না চাইলে কিংবা মা আমেনা মুখ খুলতে না চাইলেও নানারকম জল্পনার ডালা-পালা মেলে গেছে। তবে, এসবেরই উত্তর মিলবে শাবনূর দেশে ফেরার পর! অপেক্ষা সবার সে পর্যন্তই!
গত বছরের ২৯ ডিসেম্বর অস্ট্রেলিয়ার সিডনির অবার্ন হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে পুত্র সন্তানের মা হন শাবনূর। এরপর মার্চ মাসে নিজের পুত্র সন্তান আইজানকে নিয়ে দেশে ফেরার কথা থাকলেও ফেরেননি তিনি।
এ বিষয়ে জানার জন্য যোগাযোগ করা হলে শাবনূরের স্বামী অনিক বাংলানিউজকে জানান, জুন মাসে দেশে ফিরবেন শাবনূর। আইজানের বয়স এখন সাড়ে তিন মাস। জুন মাসের মধ্যেই আইজানের টিকার কোর্স শেষ হবে। এরপর শাবনূর ঢাকায় ফিরবেন। তাই ডাক্তারের পরামর্শে আইজানের ছয় মাস বয়স পর্যন্ত তাকে সেখানেই থাকতে হচ্ছে।
জানা গেছে, এ বছরের শেষের দিকে শাবনূর একসঙ্গে তিনটি অনুষ্ঠানের আয়োজন করবেন। নিজের জন্মদিন, ছেলের আকিকা এবং বিয়ের অনুষ্ঠান। এরপর নিজের অসমাপ্ত ছবির কাজগুলোও শেষ করবেন তিনি।
তবে, জন্মের পর একবারও নিজের সন্তানকে দেখতে অস্ট্রেলিয়ায় যেতে পারেননি শাবনূরের স্বামী অনিক। আবার তার ‘ব্যবসায়িক ব্যস্ততা’ নিয়েও ঘনিষ্ঠজনদের মধ্যে নানা ধরনের কথা চলছে। তাহলে কী শাবনূর ও অনিকের সম্পর্কে কোনো টানাপোড়েন চলছে? এমন প্রশ্ন এখন অনেকের।
এ বিষয়ে অনিক বলেন, ব্যবসার ক্ষতি হবে বলে আমি দেশ ছেড়ে এখনও বাইরে যেতে পারছি না। তবে সুযোগ পেলেই শাবনূর ও আইজানকে আনতে যাব। এর বেশি কিছু বলতে পারছি না।
অবশ্য, শাবনূরের মা আমেনা বেগম সম্প্রতি দেশে ফিরে এসেছেন। কিন্তু শাবনূর এবং তার স্বামী-সন্তান প্রসঙ্গে তিনি মুখ খুলতে নারাজ। স্বামী শাহজাহান চৌধুরীকে নিয়ে শাবনূরের দেশের অর্থ-সম্পত্তি দেখাশোনা করছেন তিনি।
স্বামী অনিক ‘বেশি’ কিছু বলতে না চাইলে কিংবা মা আমেনা মুখ খুলতে না চাইলেও নানারকম জল্পনার ডালা-পালা মেলে গেছে। তবে, এসবেরই উত্তর মিলবে শাবনূর দেশে ফেরার পর! অপেক্ষা সবার সে পর্যন্তই!

0 comments: