Sunday, 20 April 2014

নার্গিসের সাথে অর্জুনের "ইটিশ-পিটিশ"

মুখে তারা যতই বলুক না যে বন্ধু, আসল সম্পর্কটা এখন সবাই জানে অর্জুন-আলিয়ার মাঝে। হাতে হাত রেখে এদিক-ওদিক যাওয়া, জনসম্মুখে পরস্পরকে চুম্বন ইত্যাদি তাঁদের জন্য ডালভাত। কিন্তু সাংবাদিকরা প্রশ্ন করলেই জবাব দেবেন- "আমরা খুব ভালো বন্ধু!"

অবশ্য এই "ভালো বন্ধুদের" গোপন প্রেম কাহিনীতে এবার ঢুকে পড়লেন নার্গিস ফাখরি। একতা কাপুরের পার্টিতে বের হয়ে গেলো গোপন কথা, নিজের আসল চেহারা প্রকাশ করে দিলেন অর্জুন কাপুর। অবশ্য নার্গিসও কম যান না। দুজন একেবারে সমানে সমান। আর এই সবই হয়েছে আলিয়ার চোখের আড়ালে!

কিছুদিন আগে জুহুতে নিজের বাড়ি একটা পার্টি রেখেছিলেন একতা কাপুর। স্বভাবতই সেই পার্টিতে হাতে হাত রেখে হাজির হলো অর্জুন ও আলিয়া। তবে আলিয়া বেশ আগেই চলে গেলেন বাড়ি এবং কাহিনী শুরু হলো তারপর। আলিয়া চলে যেতেই অর্জুন গিয়ে ভিড়লেন নার্গিসের আশেপাশে। বেশ কিছুক্ষণ পর নার্গিসও পাত্তা দিতে শুরু করলেন অর্জুনকে। দুজনে শুধু গভীর আড্ডায় মগ্নই হলেন না, ডান্স ফ্লোরে রীতিমত আগুন লাগিয়ে দিলেন। একসাথে নাচলেন স্মোকিং হট কিছু নাম্বার, তাঁদের দারুণ কেমিস্ট্রি দিয়ে বাহাবাও কুড়োলেন।

প্রশ্ন হচ্ছে, নার্গিসের সাথে অর্জুনের এই "ইটিশ-পিটিশ" আলিয়া কীভাবে গ্রহণ করবেন?

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: