Sunday, 20 April 2014

লিভটুগেদার করেই বিয়ে ভাঙল সারিকার!


অনেকদিন পর্দার আড়ালে থাকার পর সম্প্রতি বিয়ের ঘোষণা দিয়ে আবারও আলোচনায় এসেছিলেন তিনিএ মাসের ৪ এপ্রিল মাহিম করিম নামের এক তরুণের সঙ্গে সারিকার আক্দ হওয়ার কথা ছিলবিয়ে করে নতুন জীবনে পাইলট হওয়ার স্বপ্নের কথাও সারিকা জানিয়েছিলেন গণমাধ্যমকে

কিন্তু বর মাদকাসক্ত হওয়ার খবর পেয়ে বিয়ে ভেঙে দেয় পরিবারশেষ পর্যন্ত কোন কিছুই হয়নি

এদিকে সারিকার কাছের নির্মাতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইয়াবার নেশায় সারিকার সুন্দর ক্যারিয়ারটা নষ্ট হয়েছেসারিকা অনেক দিন থেকেই ইয়াবার নেশায় আক্রান্তমাঝে পরিবার থেকে নিরাময়কেন্দ্রেও পাঠানো হয়েছিলকিন্তু সারিকা এখনো আগের অবস্থাতেই আছেন

সারিকা অভিনেতা নিরবের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়েও আলোচিত হয়েছেন মিডিয়াপাড়ায়আবার এই প্রেমের সাগরে ভাসতে ভাসতে একদিন নিরবের সঙ্গে অভিমান করেই বাড়ি ছেড়ে পালিয়েছিলেন কক্সবাজারেঅন্য এক ছেলেকে স্বামী পরিচয় দিয়ে হোটেলে থেকেছেন বেশ কিছু দিনপরে আবার ফিরে এসেছেন প্রেমিকের টানে

তবে সব সময় পরিবারের সমর্থন পেয়েছেন সারিকাকক্সবাজারে যখন সারিকাকে দেখা গিয়েছিল তখন পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, সারিকা উত্তরায় খালার বাসায় আছেন

পরিবার সূত্রে জানা যায়, মাহিম করিম নামে যে ছেলের সঙ্গে সারিকার বিয়ে হবার কথা ছিলো তিনি একজন প্রতারক এবং মাদকাসক্তএ খবর জানতে পেরে সারিকার পরিবার বিয়ে ভাঙার সিদ্ধান্ত নেয়

মাহিম ছিলো সারিকার ইয়াবা সেবনের পার্টনারদুজন এক সঙ্গে নেশা করতোআর নেশা করতে গিয়েই বন্ধুত্ব, প্রেম এবং লিভটুগেদার হয় তাদের

এদিকে দীর্ঘ দিন সারিকাকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে রেখেও কোন উন্নতি হয়নিকারণ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে গিয়ে মাহিম সারিকাকে বের করে আনতেন নেশা করার জন্যতাই সারিকার পরিবার ঢাকার বাইরের একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করান তাকেবর্তমানে সারিকা সেখানেই আছেন



SHARE THIS

Author:

Facebook Comment

2 comments:

  1. চার ছক্কা হই হই

    আমার সোনার বাংলা যাচ্ছে কই ?

    ReplyDelete
  2. Sharika...(Daughter of Company Secretary Eastern Bank Ltd. (EBL) Mr.Shafiar Rahman ...........

    ReplyDelete