অর্জুনের জন্মদিনে করণ থাকবে না তাই কি হয়। ভাইয়ের জন্মদিনে ভাই থাকবে এটাই স্বাভাবিক। করন-অর্জুন বলে পরিচয় করালে মনে হয় চিনতে কারো সমস্যা হবে না। কারণ এই দুই ভাইকে যে চেনে সাড়া বিশ্ব।
১৯৯৫ সালের ছবি ‘করণ-অর্জুন’ ছিল ব্লকবাস্টার হিট। সেই ছবিতে দুই ভাইয়ের ভালোবাসা ফুটিয়ে তুলেছিলেন পরিচালক রাকেশ রোশন। দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান এবং সালমান খান। সেই ছবির দুই ভাই বাস্তবে ভাইয়ের মতোই। মাঝে মাঝে এই দুই ভাইয়ের মধ্যে ঝগড়া-বিবাদ হয় তারপরও যেন তাদের দুজনের প্রতি দুজনের ভালোবাসা রয়েছে তাইতো একসঙ্গে আছেন এতো বছর ধরে।
আর এই জন্যই শাহরুখের জন্মদিনে সালমান হাজির না হয়ে পারলেন না। জন্মদিন রাতে শাহরুখের বাসায় চলে আসেন সালমান খান। বাসায় গিয়েই জড়িয়ে ধরেন শাহরুখকে। জন্মদিনের শুভেচ্ছা এভাবেই জানান সালমান। এতে আবারো প্রমাণ হল এই করণ-অর্জুন এখনো একসঙ্গে রয়েছেন। এদের আলাদা করা কখনও সম্ভব নয়।
শাহরুখ টুইটারে ছবি পোস্ট করে লেখেন, ‘ভাই সালমান আমাকে 'সুলতান' এর মুভ শেখাচ্ছেন’। শুধু তাই নয় আরেকটি ছবি পোস্ট করে সেখানে লিখেছেন, 'প্রেম রতন ধন পায়ো'।
করণ-অর্জুনের পুনর্মিলনীতে খুশি পুরো বলিউডবাসী। আর জন্মদিনে সালমানকে কাছে পাওয়ায় সব থেকে বেশি খুশি মনে হয় শাহরুখ খান। পঞ্চাশতম জন্মদিনে সেরা উপহারও বলা যেতে পারে।

0 comments: