Tuesday, 3 November 2015

শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী


ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীর আজ জন্মদিন। ঘরোয়াবাবেই জন্মদিনটি পালন করছেন তিনি।
বাংলা চলচ্চিত্রের সাড়া জাগানো এই অভিনেত্রী ১৯৯৩ সালে মুক্তি পাওয়া কেয়ামত থেকে কেয়ামত ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন। একের পর এক সাড়া জাগানো ছবিতে অভিনয় করে কেড়ে নেন অসংখ্য দর্শকের মন।
জনশ্রুতি আছে যে, ঢাকাই ছবিতে মৌসুমীই একমাত্র নায়িকা যিনি বিশ বছর ধরে নিজের গ্ল্যামার ধরে রেখে সমান জনপ্রিয়তায় রয়েছেন।
বেশ কয়েক বছর আগে নায়িকা তকমার পাশে এই গুণী অভিনেত্রী পরিচালক তকমাও জুড়িয়েছেন।বর্তমানে তিনি নির্মাণ করছেন ‘শূন্য’ নামের একটি চলচ্চিত্র। এ ছাড়া হাবিবুল ইসলাম হাবীব পরিচালিত ‘রাত্রীর যাত্রী’তে মূল ভূমিকায় অভিনয় করছেন তিনি।
জন্মদিনে প্রিয়.কম-এর পক্ষ থেকে এই প্রিয়দর্শিনী নায়িকাকে শুভেচ্ছা।


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: