Friday, 29 May 2015

আবারো শাকিব-মিম!


বেশ কয়েক বছর আগে জাকির হোসেন রাজু পরিচালিত ‘আমার প্রাণের প্রিয়া’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন শাকিব খান ও মিম। কিন্তু ছবিটি তেমন ব্যবসা সফল হয় নি। এর পরে মিমকে নিয়ে আর কেউ চলচ্চিত্র নির্মাণ করেনি।
সময়ের ব্যবধানে মিম আবারো নিয়মিত হয়েছেন চলচ্চিত্রে। মিম অভিনীত ‘তারকাটা’ ছবিটি ব্যবসা সফলও হয়। এরপরই একের পর এক বাণিজ্যিক ছবিতে ডাক পড়ছে মিমের। এবার তিনি শাকিব খানের বিপরীতে ‘পরও আপন হয়’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। রাজু চৌধুরী পরিচালিত এ ছবিতে শাকিব খান চুক্তিবদ্ধ হলেও মিম এখনো চুক্তিবদ্ধ হন নি।
পরিচালক জানান, মিমের সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়েছে। সবকিছু চূড়ান্ত হলেই আনুষ্ঠানিক ঘোষণা দিবো। তবে কোন কারণে মিম পিছিয়ে গেলে নতুন কাউকে নেওয়ার চিন্তা ভাবনা করবো।
উল্লেখ্য আসন্ন রমজান মাসে ছবিটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক।


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: