Saturday, 23 May 2015

সুইমিংপুলে ফেরদৌস-মিমের জলকেলি


দুই ভূবনের দুই বাসিন্দা দুইজন। ফেরদৌস চলচ্চিত্রে আর মীম ছোটপর্দায় তুমুল ব্যস্ত সময় পার করছেন। ছোটপর্দার পাশাপাশি মীমকে মাঝে মাঝে চলচ্চিত্রেও দেখা যায়। তেমনি পাওয়া যায় বিজ্ঞাপনেও। গোছানো ক্যারিয়ার নিয়ে মিম নিজের জনপ্রিয়তা ও দর্শক গ্রহনযোগ্যতা ধরে রেখেছেন দারুনভাবে। সম্প্রতি এ অভিনেত্রী ফেরদৌসের সঙ্গে জুটি বেঁধে একটি বিজ্ঞাপন চিত্রে কাজ করলেন। ক্রিড এশিয়া বিডি হাউজিংয়ের নতুন একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা যাবে মীম ও ফেরদৌসকে। সম্প্রতি ‘১৯ই মে বসুন্ধারা আবাসিক এলাকা ও গ্র্যান্ড সুলতানিয়া হোটেলের আশেপাশে বিজ্ঞাপনটির দৃশ্য ধারণ করা হয়। আর এ বিজ্ঞাপন চিত্রে কাজ করতে গিয়েই গরমে হাঁপিয়ে উঠেছিলেন এ জনপ্রিয় জুটি। তাই সুইমিং পুলে নেমে জলকেলিতে মগ্ন হয়েছিলেন কিছুক্ষন। বিদ্যা সিনহা মীম সম্প্রতি ফেসবুকে তার দর্শকদের জন্য ছবিগুলো উন্মুক্ত করেন।
বিজ্ঞাপনটি পরিচালনা করছেন রিপন নাগ। খুব শিগগিরই এটি টেলিভিশনে প্রচারিত হবে।
এদিকে ফেরদৌস আগামী এক বছরের জন্য আর এফ এল এর ৬টি পণ্যের মডেল হিসেবে কাজ করবেন। আর এফ এল এর এ ৬টি বিজ্ঞাপনে ফেরদৌস থাকলেও নির্মাতা হবেন ছয় জন।সম্প্রতি একটি আর এফ এল এর বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন তিনি। খুব শিগগিরই বিজ্ঞাপনচিত্রটি বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার শুরু হবে।


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: