ক্যারিয়ারের প্রথম ছবিতে অভিনয় করেই ঝড় তুলে দিয়েছেন বলিউড এর নতুন তারকা ও জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার চাচাতো বোন বার্বি হান্ডা। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ''জিদ'' ছবির মাধ্যমে তার বলিউডে অভিষেক ঘটেছে। প্রথম ছবিতেই তিনি খোলামেলা পোশাকে নিজেকে জড়িয়েছেন। এক কথায় বলতে গেলে, ক্যারিয়ারের শুরুতেই এতটা সাহসী পোশাক-পরিচ্ছদ পরিধান করে বার্বি বলিউডজুড়ে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছেন। আর এই খোলামেলা হবার পরামর্শটা নাকি বড় বোন প্রিয়াংকা চোপড়া দিয়েছিলেন ! এ প্রসঙ্গে বার্বি জানিয়েছেন,'''জিদ আমার প্রথম হিন্দি ছবি। ছবির প্রস্তাব পাওয়ার পরপরই আমি প্রিয়াংকা দিদির সঙ্গে এর স্ক্রিপ্ট নিয়ে পরামর্শ করি। তিনি আমাকে শৈল্পিক আঙ্গিকে স্বল্প পোশাকে কিভাবে সাজানো যায়, তা শিখিয়েছেন। তাই জিদ ছবিতে আমি নগ্ন হলেও, তার মধ্যে যথেষ্ট নান্দনিকতা বিদ্যমান ছিল।'' এখন দেখার বিষয় বড় বোনের এই পরামর্শকে সাথে করে বলিউড এ কতটুকু এগুতে পারেন বার্বি।
বলিউডের নতুন ঝড়-বার্বি
ক্যারিয়ারের প্রথম ছবিতে অভিনয় করেই ঝড় তুলে দিয়েছেন বলিউড এর নতুন তারকা ও জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার চাচাতো বোন বার্বি হান্ডা। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ''জিদ'' ছবির মাধ্যমে তার বলিউডে অভিষেক ঘটেছে। প্রথম ছবিতেই তিনি খোলামেলা পোশাকে নিজেকে জড়িয়েছেন। এক কথায় বলতে গেলে, ক্যারিয়ারের শুরুতেই এতটা সাহসী পোশাক-পরিচ্ছদ পরিধান করে বার্বি বলিউডজুড়ে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছেন। আর এই খোলামেলা হবার পরামর্শটা নাকি বড় বোন প্রিয়াংকা চোপড়া দিয়েছিলেন ! এ প্রসঙ্গে বার্বি জানিয়েছেন,'''জিদ আমার প্রথম হিন্দি ছবি। ছবির প্রস্তাব পাওয়ার পরপরই আমি প্রিয়াংকা দিদির সঙ্গে এর স্ক্রিপ্ট নিয়ে পরামর্শ করি। তিনি আমাকে শৈল্পিক আঙ্গিকে স্বল্প পোশাকে কিভাবে সাজানো যায়, তা শিখিয়েছেন। তাই জিদ ছবিতে আমি নগ্ন হলেও, তার মধ্যে যথেষ্ট নান্দনিকতা বিদ্যমান ছিল।'' এখন দেখার বিষয় বড় বোনের এই পরামর্শকে সাথে করে বলিউড এ কতটুকু এগুতে পারেন বার্বি।

0 comments: