ঢালিউডের হট চিত্রনায়িকা ববি অভিনীত ''অ্যাকশন জেসমিন'' ছবিটি আগামী ২৭ মার্চ মুক্তি পাওয়ার কথা ছিল। তবে ব্যাপক আলোনায় থাকা এই ছবিটি ২৭ তারিখ মুক্তি পাচ্ছে না বলে জানা গেছে। ইফতেখার চৌধুরী পরিচালিত ছবিটিতে ববিকে প্রথমবারের মত দ্বৈত চরিত্রে দেখা যাবে। অপরদিকে চলতি মাসে তার নতুন ছবি ''রক্ষা''-এর শুটিং শুরু হবার কথা থাকলেও ছবিটির পরিচালক ইফতেখার চৌধুরী ব্যস্ত হয়ে পড়েছেন জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত অগ্নি-দুই নিয়ে। আর তাইতো ববির হাতে নতুন কোন ছবির শুটিং না থাকা এবং ''অ্যাকশন জেসমিন'' ছবির মুক্তির তারিখ পেছানোতে খানিকটা পিছিয়েই গেলেন এই অভিনেত্রী এমনটাই ভাবছেন চলচ্চিত্র অঙ্গনের অনেকেই।
পিছিয়ে গেলেন ববি
ঢালিউডের হট চিত্রনায়িকা ববি অভিনীত ''অ্যাকশন জেসমিন'' ছবিটি আগামী ২৭ মার্চ মুক্তি পাওয়ার কথা ছিল। তবে ব্যাপক আলোনায় থাকা এই ছবিটি ২৭ তারিখ মুক্তি পাচ্ছে না বলে জানা গেছে। ইফতেখার চৌধুরী পরিচালিত ছবিটিতে ববিকে প্রথমবারের মত দ্বৈত চরিত্রে দেখা যাবে। অপরদিকে চলতি মাসে তার নতুন ছবি ''রক্ষা''-এর শুটিং শুরু হবার কথা থাকলেও ছবিটির পরিচালক ইফতেখার চৌধুরী ব্যস্ত হয়ে পড়েছেন জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত অগ্নি-দুই নিয়ে। আর তাইতো ববির হাতে নতুন কোন ছবির শুটিং না থাকা এবং ''অ্যাকশন জেসমিন'' ছবির মুক্তির তারিখ পেছানোতে খানিকটা পিছিয়েই গেলেন এই অভিনেত্রী এমনটাই ভাবছেন চলচ্চিত্র অঙ্গনের অনেকেই।

0 comments: