২০১৫ সালের প্রথম একক ভিডিও সংগীত বের করলো বলিউডের জনপ্রিয় র্যা প সিঙ্গার ইয়ো ইয়ো হানি সিং। ভিডিওটি প্রকাশের পর যথারীতি অন্তর্জালে হামলে পড়েছে তার দর্শক-ভক্তরা।
‘ওয়ান বোতল ডাউন’ রিলিজ হওয়ার দু’দিনের মধ্যেই অডিও ম্যাকের টপচার্টেও জায়গা করে নিয়েছে গানটি। অনেকেই এই ওয়ান বোতল ডাউনের সাথে গত বছরের মিউজিক ভিডিও চার বোতল বদকার মিল খুঁজে পেয়েছেন। হানি সিং অবশ্য বলছেন ভিন্ন কথা। তিনি জানান, চার বোতল ভদকার সাথে এটির কোনো মিল নেই। আমার প্রতিটি কাজই ভিন্নতর স্বাদ দিবে দর্শকদের। ওয়ান বোতল ডাউন গানটিতে যৌবনের উত্তাপ খুঁজে পাওয়া যাবে বলেও মন্তব্য করেন হানি, এবং তার ভক্ত দর্শকদের এই গানটি আগের মতো গ্রহন করে নেয়ারও আহ্বান জানান।
উল্লেখ্য, হানি সিংয়ের বেশীর ভাগ গানের কথা অশ্লীলতার দায়ে অভিযুক্ত হয়ে আসছে।২০১৪ সালে তার গানগুলোর মধ্যে ‘চার বোতল বদকা’, ‘দেশি কালাকার’ এবং ‘আতা মাজি সাতাকলি’ বেশ জনপ্রিয়তা পেয়েছিলো।
ভিডিও টি দেখুন ---->

0 comments: