Thursday, 26 February 2015

মোশাররফ করিমের বৌ কঙ্কাল!


বউয়ের প্রতি ভীষণ ভালবাসা মানিকের। এমন ভালোবাসা দেখে তার অফিসের কলিগদের খুব কৌতুহল জাগে। তারা তার বউকে দেখার জন্য অস্থির হয়ে ওঠে। কিন্তু মানিক তার বউকে দেখাতে রাজি না। এমনকি তার বিয়েবার্ষিকীতে সবাই যেতে চাইলেও সে কাউকে দাওয়াত দেয়নি। এসব কারণে তার কলিগদের কৌতুহল আরও বেড়ে যায়। একদিন মানিককে না বলেই তারা তার বাসায় গিয়ে হাজির হয়। এরপরই বের হয়ে আসে আসল কাহিনী।
মোশাররফ করিম-নওশাবা অভিনীত নাটক `অসমাপ্ত প্রেমের গল্প‘-তে এমনই দেখা যাবে। ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে টেলিফিল্মটি।
আসাদ রহমানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, নওশাবা, জুঁই, তারিক স্বপন, শামীমা নাজনীন প্রমুখ।


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: