মুখশ্রী দেখে মনে হয় সে কোন এক পাহাড়ি কন্যা। দেশের চলচ্চিত্রের ইতিহাসে পাহাড়ি মুখশ্রীর কোন নায়িকা কি আছে? রুমাই নোভিয়া কি একাই তা হতে চলছেন? ঠিক পাহাড়ি বলা যাবে না তাকে। আবার না বললেও হয় না। কেননা নেপালী বংশোদ্ভুত এ বাঙ্গালী ললনার বেড়ে ওঠা পার্বত্য চট্রগা্রমেই। বেড়ে উঠেছেন কাপ্তাইয়ের অপরুপ রূপ-হাওয়া গায়ে মেখে। প্রথম যৌবনের দিনগুলো সেখানেই।
তারপরের গল্পটা ভিন্ন।
২০১২ সালে লাক্স ফটোসুন্দরী প্রতিযোগিতার জন্য ছবি পাঠান। ইয়েসকার্ডও পেয়ে যান রুমাই। কিন্তু প্রতিযোগিতায় অংশ নেওয়া হয়ে ওঠেনি তার। আক্ষেপ থেকে যায় মনে। কিন্তু থেমে থাকেন না তিনি। শুরু করলেন মডেলিং। নানা ব্র্যাণ্ডের কাপড় গায়ে জড়িয়ে মেলে ধরতেন নিজেকে। আর এভাবেই একদিন চোখে পড়েন বিজ্ঞাপন নির্মাতাদের। কাজ করেন প্রাণ জুস, রবি, জিপিসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে। লালমাটিয়া কলেজে মার্কেটিংয়ে পড়ালেখা করছেন। মনের ভেতর কখনো কখনো বড় করপোরেট কর্মকর্তা হওয়ার স্বপ্নও মাথাচাড়া দিয়ে উঠতো।
এভাবেই চলছিলো রুমাই নোভিয়ার দিন।
২০১৩ সালে হঠাৎ করেই একদিন নন্দিত পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক তার নতুন ছবির আইটেম গানে নাচার জন্য ডেকে বসলেন রুমাই নোভিয়াকে। রসিক আমার শিরোনামে আইটেম গানে নাচলেন শিমুল খান আর নবাগত হ্যাপীর সাথে। গানের তালে নেচে মন ভরালেন অগনিত দর্শকের। সাড়া পেলেন প্রচুর।
চারদিক থেকে নোভিয়ার কাছে ফোন আসতে থাকলো আইটেম গার্ল হওয়ার জন্য। নির্মাতারা রুমাইর রুপে দেহ ঝংকারে মাতাল করতে চান দর্শকদের।
কিন্তু এ কি! একে একে সবাইকে না করে দিলেন রুমাই নোভিয়া। ব্যাপার কি? চলুন শোনা যাক নোভিয়ার মুখেই। ‘আইটেম গানে পারফর্ম করতে গিয়ে আমার মনে হলো আইটেম গার্ল নয়, বরং আমাকে হতে হবে নায়িকা। আর তাই নিজেকে প্রস্তুত করছি নায়িকা হওয়ার জন্য।এ কারণেই নিজের নামের সাথে আইটেম গার্ল তকমা লাগাতে চাই না। অপেক্ষা করছি ভালো কোনো চলচ্চিত্রের জন্য। কথা চলছে। আপাতত সায়মন তারিক ভাইয়ের ‘ক্রাইম রোড’ ছবিতে অভিনয় শুরু করে দিয়েছি।'
আইটেম গার্ল হিসেবেই যার পরিচয় সে একেবারেই আইটেম গান বিমুখ এমনও কিন্তু নয়। ভালো নির্মাতা আর বাজেট পেলে অবশ্যই নাচবেন আইটেম গানে। কিন্তু তার একটাই কথা। নায়িকা তাকে হতেই হবে। ছোটবেলাতেই শিখেছেন নাচ, তালিম নিয়েছেন উচ্চাঙ্গ আর লোকসঙ্গীতে।অভিনয় আর আকর্ষনীয় ফিগারে দর্শকদের পাগল করতে তিনি এখন নায়িকা হওয়ার স্বপ্নে মশগুল। রুমাই এখন শুধু অপেক্ষা করছেন সেই নাবিকের। যে তাকে পৌঁছে দেবে কাঙ্ক্ষিত বন্দরে।
কক্সবাজার সমুদ্র তীরে রুমাইন নোভিয়া এখন তার প্রথম চলচ্চিত্রের শ্যুটিং করছেন। সমুদ্রের মাতাল হাওয়ায় নোভিয়ারতো এখন বসন্তই...নয় কি?

0 comments: