Saturday, 21 February 2015

আইটেম গানে নয়,তবে কোন জাদুতে ভক্ত মাতাবেন মালাইকা!


আইটেম গানে এতদিন শুধু শরীরী মোহেই দর্শকদের আবিষ্ট রেখেছিলেন তিনি। এবার ঘরকন্নার কাজেও দেখা যাবে তাকে। ‘ফারাহ কি দাওয়াত’ এর রান্না সংক্রান্ত রিয়েলিটি শোতে অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা খান।
ফারহা এই অনুষ্ঠানে তার বিভিন্ন সেলিব্রিটি বন্ধুদের অতিথি হিসেবে আমন্ত্রণ জানান। আর অভিনেত্রী তথা প্রযোজক ফারহা খান উপস্থাপিত ‘ফারাহ কি দাওয়াত’ অনুষ্ঠানেই দেখা যাবে মালাইকাকে। সেই সঙ্গে যাচাই হবে রন্ধন দক্ষতাও।
এই ধরনের অনুষ্ঠানে মালাইকার আসার খবরে সকলে বিস্মিত এবং উত্তেজিতও ভক্তরা। এর আগে অভিষেক বচ্চন, আলিয়া ভাট, বোমান ইরানি, সোনু সুদ নিজেদের হাতের গুণে খুশি করেছেন ফারহাকে। এবার মালাইকা তার হাতের জাদুতে ফারহাকে খুশি করতে পারবেন কিনা তা এখন সময়ের অপেক্ষা।
উল্লেখ্য, বলিউডের অন-স্ক্রিন ও অফ-স্ক্রিন দম্পতি জেনেলিয়া ডি সুজা ও রীতেশ দেশমুখকেও আগামী একটি পর্বে একসঙ্গে আড্ডা দিতে দেখা যাবে ফারহার সঙ্গে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস



SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: