Friday, 20 February 2015

ক্রিকেট খেলছেন পরীমনি!


ক্রিকেট খেলছেন পরীমনি। একের পর এক বল ছুটে আসছে কিন্তু পরীমনির ব্যাটে কোন বলই লাগছে না। অবশেষে পরপর ১৯টা বল খেলে তিনটি বল মাত্র ব্যাটে লাগাতে পারলেন তিনি। উপস্থিত দর্শকরা হাসতে হাসতে শেষ।
কিন্তু কি আর করা। শ্যুটিং বলে কথা। লজ্জার মাথা খেয়ে ব্যাট হাতে পরীমনি জীবনে দ্বিতীয়বারের মতো মাঠে নামলেন ক্রিকেট খেলতে। সিনেমাট ‘পুড়ে যায় মন’। এ সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সাময়ন। গতকাল, বুধবার গাজীপুরের কালিগঞ্জ কলেজ মাঠে সিনেমাটির শ্যুটিং হয়। বৃহস্পতিবার বিকেলে প্রিয়.কমকে পরীমনি জানাচ্ছিলেন এসব কথা।
হাসতে হাসতে পরী বললেন, ‘সিনেমাটার গল্পটা খুব সুন্দর। ক্রিকেট খেলার সিনটা আরো মজার। কেননা এখানে সায়মনকে মেয়ে ক্রিকেটার চরিত্রে দেখা যাবে। ঘটনা হল, আমাদের মেয়েদের একটা ক্রিকেট টিম খেলায় শুধু হারে। এ হার থেকে বাঁচতেই আমার বুদ্ধিতে সায়মনকে মেয়ে সাজানোর প্ল্যান করি আমরা। সায়মনের দাড়ি গোঁফ ফেলে, মেকাপ, ড্রেসাপ করে তাকে মেয়ে হিসেবে মাঠে নামানো হয়। খুব মজা করেছি শ্যুটিংটা করতে গিয়ে।’
শুনে অবাক হতে পারেন, পরী কিন্তু ক্রিকেট দেখেন না। জাতীয় দলের অনেককেই তিনি চেনে টিভি বিজ্ঞাপনের মাধ্যমে। তবে ক্রিকেট খেলা নিয়ে মজার স্মৃতি আছে তার। প্রথমবার ক্রিকেট খেলতে মাঠে নেমেছিলেন সেই ছোটবেলায়। কথার প্রসঙ্গে সে ঘটনা মনে পড়লো তার।
বললেন, ‘প্রথমবার ক্রিকেট খেলতে নেমে এক ছেলের মাথা ফাটিয়ে দিয়েছিলাম। তারপর সেটা নিয়ে অনেক সালিশ-বিচার। বাসায় বকাবকি। আর ক্রিকেট খেলাই হয়নি আমার।’
বুঝুন, সেই দস্যি মেয়েই এখন বাংলা সিনেমার হৃদয়কাঁপানো হিরোইন!



SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: