কয়েকটি জনপ্রিয় গানে বলিউড অভিনেত্রী সানি লিওন ইতোমধ্যেই তার প্রতিভার ছোঁয়া রেখেছেন। শুটআউট অ্যাট ওয়াডালা সিনেমার ‘লায়লা’, রাগিণী এমএমএস টু সিনেমার ‘বেবি ডল’ এর পরে হেট স্টোরি টু সিনেমার ‘পিঙ্ক লিপস’ গানগুলো এখন সবার মুখে মুখে। আর এখন তিনি তার নতুন সিনেমা ‘এক পাহেলি লীলা’র জন্য আরেকটি হিট গান নিয়ে হাজির হতে চলেছেন।
জানা যায়, এই অভিনেত্রী সালমান খান-ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত জনপ্রিয় সিনেমা ‘হাম দিল দে চুকে ‘সানাম’ এর জনপ্রিয় গান ‘ঢোলি তারো’র তালে নাচবেন। গানটিকে আবারও নতুন ভাবে দর্শকদের সামনে হাজির করার প্রয়াস চলছে।সানি লিওন একজন কঠোর পরিশ্রমী অভিনেত্রী। তিনি তার কাজের ব্যাপারে দারুণ সিরিয়াস। যতক্ষণ তার নাচ একদম নিখুঁত না হয়, সানি লিওন বার বার চেষ্টা করে যান। এই না হলে পারফেক্ট অভিনেত্রী।
সানির নিতুন সিনেমা ‘লীলা’র চিত্রনাট্য লিখেছেন ববি খান। সানি এখানে একজন রাজকন্যার ভূমিকায় অভিনয় করছেন যে কিনা এক সাধারণ মানুষের প্রেমে পড়ে যায়। সিনেমাটির ট্রেলার ৬ ফেব্রুয়ারি মুক্তি পাবে।
সূত্র: জাগরণ

0 comments: