Sunday, 22 February 2015

সানির ‘দেশি লুক’ রিলিজ (ভিডিও)


সানি লিওনের আগামী সিনেমা ‘এক পেহেলি লীলা’-র গান ‘দেশি লুক’ রিলিজ হয়েছে। দেশি লুক গেয়েছেন কনিকা কাপুর। আর সানি-কনিকা কম্বিনেশন যে কী হতে পারে তার নমুনা বলিউড আগেই দেখেছে বেবী ডল গানে। এদিকে ‘দেশি লুক’-এর ফার্স্ট লুক নিজেই টুইটারে পোস্ট করলেন সানি।
গোলাপি বিকিনি, শর্টস ও সোনালি সুইমওয়্যারে সানির দেশি লুক এরমধ্যে টুইটারে ৩ লক্ষ বার দেখা হয়ে গেছে। কিছুদিন আগেই সিনেমার ট্রেলর লঞ্চ হয়েছে। তা দেখে বোঝা যাচ্ছে পুনর্জন্ম ঘিরে সিনেমার কাহিনী আবর্তিত। সানিকে এ সিনেমাতে তিনটি ভিন্ন চরিত্রে দেখা যাবে। চরিত্রগুলো হচ্ছে আধুনিক নর্তকী, গ্রামের মেয়ে ও রহস্যময়ী অতীতের রাজকন্যার।
সিনেমায় সানির গ্ল্যামার, সৌন্দর্য ও লাস্যের দুরন্ত মিশেল দেখা গিয়েছে। সিনেমার পরিচালক ববি খান। জয় ভানুশালী ও রজণীশ দুগ্গলের মতো তারকা সিনেমায় অভিনয় করেছেন।
সিনেমার একটি ডায়লগে সানি বলেছেন, সাকসেস কা শর্টকাট হ্যায় শর্টস্কার্ট। ১০ এপ্রিল সিনেমাটি মুক্তি পাবে।


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: