Monday, 23 February 2015

অস্কারে সেরা অভিনেতা এডি রেডমেইন ও সেরা অভিনেত্রী জুলিয়ান মুর

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৮৭তম আসরে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের ভূমিকায় অনবদ্য অভিনয় করে এডি রেডমেইন।
‘দ্য থিওরি অব এভরিথিং’ সিনেমার জন্য অস্কার গেলো ৩৩ বছর বয়সী এই ব্রিটিশ তারকার ঘরে।
এদিকে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন জুলিয়ান মুর। ‘স্টিল অ্যালিস’ সিনেমাতে আলজেইমার রোগে আক্রান্ত অধ্যাপিকার ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য অস্কার পেয়েছেন তিনি।
এবারের অস্কারে জুলিয়ান মুরই পুরস্কার পাচ্ছেন, তা মোটামুটি নিশ্চিত ছিলো! এর আগে গোল্ডেন গ্লোব, বাফটা, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (এসএজি) অ্যাওয়ার্ডস, ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসের পর স্পিরিট অ্যাওয়ার্ডসও জিতেছেন ৫৪ বছর বয়সী এই মার্কিন অভিনেত্রী।

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: