কোটি পুরুষের ঘুম হারাম করা সেলিব্রিটি সে, বয়স
এখন ৩৯। তবুও এই বয়সেও তাকে এক নজর দেখার জন্য হুমরি খেয়ে পড়েন ভক্তরা। নিজের
সৌন্দর্যে মোহজালে অ্যাঞ্জেলিনা জোলি সব সময়ই ভক্তদের আবিষ্ট করে রাখেন।
আর এই আবেদনময়ী অভিনেত্রীর ১৬ বছর বয়সের বেশকিছু
ছবি প্রকাশ করেছে একটি হলিউড অনলাইন পত্রিকা । ওই সময় ১৬ বছরের তরুণী জোলির
প্রাণান্তকর চেষ্টা ছিল একজন মডেল হওয়ার। তখন তিনি প্রায়ই ফটোশ্যুটে মেতে উঠতেন।
বেশিরভাগ ছবি তুলতেন বিকিনি পরে। কখনো মাথায় স্কার্ফও থাকতো। আবার কখনো মিহি
স্কার্ফের আড়ালে নিজেকে লুকানোর চেষ্টা করেছেন জোলি। কিন্তু তাতে ক্যামেরার সামনে
তাকে প্রাণবন্তই মনে হয়েছে। হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি সাড়া জাগানো বেশ
কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। এরই মধ্যে দু’বার অস্কার পেয়েছেন এই অভিনেত্রী।
সূত্র: মিরর

.jpg)
.jpg)
0 comments: