প্লেবয় ম্যাগাজিনের জন্যে ন্যুড ফটোশ্যুটই
হোক বা কামাসূত্রার থ্রি ডি ভার্সানে অভিনয়,কোনও
কিছুতেই না নেই তার। যেমন তিনি ইতস্তত করেন
না কোনও 'বোল্ড স্টেটমেন্ট' মিডিয়ার সামনে করার
আগেও! সম্প্রতি তেমনই কিছু চাঞ্চল্যকর কথা বলেছেন
শারলিন চোপড়া।
তিনি কারও সাথে প্রেম করছেন, না কি এখনও সিঙ্গেল
সেই স্টেটাস যদিও পরিষ্কার নয়, কিন্তু তাঁর মিস্টার
রাইট কেমন হবেন, তা নিয়ে মুখ খুললেন শারলিন।
'আমি যেমন আমাকে সেভাবেই
যিনি মেনে নিতে পারবেন আমার কাছে তিনিই আদর্শ
পার্টনার। আমি বোল্ড, রিস্ক নিতে ভালোবাসি, কোনও
কিছুতেই ভয় পাই না। সমপ্রেমকে আমি যেমন সমর্থন
করি তেমনই নগ্নতা নিয়ে আমার কোনও বাছবিচার নেই।
নগ্নতায় কোনও পাপ তো আমি দেখি না। আমার
জীবনে এমন কেউ আসবে যার মধ্যে গভীরতা থাকবে,
সিম্পলিসিটি থাকবে এবং আমাকে পাল্টানো কোনও
চেষ্টা করবে না।'
তবে এখানেই থেমে থাকেননি তিনি। টুইটার তাঁর অত্যন্ত
প্রিয়। সেখানেই তিনি বলেছেন, 'আগে বহুবার শুধু পয়সার
জন্যেই আমি শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়েছি। সেই সব
যৌন অভিজ্ঞতার মধ্যে একটিও মনে পড়ে না,
যা আমি স্বইচ্ছায় করেছি! কিন্তু এ বছর লস
অ্যাঞ্জেলেস থেকে ফেরার পর
একটা কথা উপলবদ্ধি করেছি। ক্রমাগত চাপের
কাছে নতি স্বীকার
করতে থাকলে আমি নিজেকে স্বাধীন
বলে দাবি করতে পারি না।'
তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন টাকার
বিনিময়ে তিনি আর কারও বিছানায় যাবেন না।
সূত্র: বলিউড লাইফ

0 comments: