অনন্য মামুন
পরিচালিত বানিজ্যিক ছবি ‘ব্ল্যাকমেইল’
যেন
মুক্তি পাওয়ার আর অপেক্ষা ধরে
রাখতে পাছে না। এরই মধ্যে এই
সিনেমার কিছু এক্সক্লুসিভ ছবি নজর কেড়েছে
সবার। এতটা আবেদনময়ী উষ্ণতা আর রোমান্সে ভরা
সিনেমা অনেকদিন ঢাকাই দর্শকের
নজরের বাইরেই ছিল। মৌসুমি,ববি
আর মিলন অভিনীত এই ছবি মুক্তির আগেই প্রায়
তাক লাগিয়ে দিয়েছে। আসুন দেখে
নেই ছবির তাক লাগানো মুহূর্তগুলি।
ছবি সম্পর্কে
পরিচালক অনন্য মামুন বলেন,
এ
ছবিতে তিনটি চরিত্র দেখা যাবে। যার মধ্যে ববি অরিন, মৌসুমী মুসকান এবং মিলন রোমিও
চরিত্রে হাজির হচ্ছেন। অরিন ও মুসকান দুজনের কাজই হচ্ছে সবাইকে ব্ল্যাকমেইল করা। কিন্তু রোমিওকে
ব্ল্যাকমেইল
করতে গিয়ে অন্য একটা পরিস্থতির শিকার হয়। দর্শক
বাঁকীটা হলে গিয়ে দেখতে পাবেন।





0 comments: