Friday, 23 January 2015

রোমান্সে মাতানো ববি-মৌসুমির ব্ল্যাকমেইল দাপট! (দেখুন ছবিতে)


অনন্য মামুন পরিচালিত বানিজ্যিক ছবি ব্ল্যাকমেইলযেন মুক্তি পাওয়ার আর অপেক্ষা ধরে রাখতে পাছে নাএরই মধ্যে এই সিনেমার কিছু এক্সক্লুসিভ ছবি নজর কেড়েছে সবারএতটা আবেদনময়ী উষ্ণতা আর রোমান্সে ভরা সিনেমা অনেকদিন ঢাকাই দর্শকের নজরের বাইরেই ছিলমৌসুমি,ববি আর মিলন অভিনীত এই ছবি মুক্তির আগেই প্রায় তাক লাগিয়ে দিয়েছেআসুন দেখে নেই ছবির তাক লাগানো মুহূর্তগুলি
ছবি সম্পর্কে পরিচালক অনন্য মামুন বলেন, এ ছবিতে তিনটি চরিত্র দেখা যাবেযার মধ্যে ববি অরিন, মৌসুমী মুসকান এবং মিলন রোমিও চরিত্রে হাজির হচ্ছেনঅরিন ও মুসকান দুজনের কাজই হচ্ছে সবাইকে ব্ল্যাকমেইল করাকিন্তু রোমিওকে ব্ল্যাকমেইল করতে গিয়ে অন্য একটা পরিস্থতির শিকার হয়দর্শক বাঁকীটা হলে গিয়ে দেখতে পাবেন। 





SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: