Wednesday, 21 January 2015

হিরোগিরি দিয়ে ভণ্ড স্বামীর মুখোশ খুলতে প্রস্তুত শ্রাবন্তী !


বলিউড পাড়ায় অনেকদিন আগেই শুরু হয়েছে নায়িকাদের হিরোগিরিশুরু হয়েছিল কঙ্গনা রাণাওয়াতের কুইনদিয়ে কিন্তু শেষ কোথায়? তার উত্তর কেউ জানে নাকিন্তু পিছিয়ে ছিল টলিউড,তবে অপেক্ষার দিন শেষটলিউড পাড়াতেও শুরু হয়ে গেছে নায়িকাদের হিরোগিরিকলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রথম হিরোগিরিকরবেন শ্রাবন্তী
এই যুগের নারীদের নিয়ে তৈরি পরিচালক পল্লব গুপ্তার সিনেমা শেষ সংবাদএই ছবিতেই মুখ্য নারী চরিত্রে অভিনয় করতে চলেছেন এই টলিসুন্দরীএই সম্পর্কে সাংবাদিকদের শ্রাবন্তী জানিয়েছেন, এই ছবিটি মূলত মহিলাদের জীবন সংগ্রামের গল্পএখানে টলিউডের বেশ কয়েকজন নায়িকাকে দেখা যাবেতবে আমি খুবই খুশি যে পল্লব আমাকে এই ছবির একটি মুখ্য চরিত্র হিসাবে বেছে নিয়েছে
ছবির পরিচালক পল্লব জানিয়েছেন,‘শেষ সংবাদমূলত মহিলাদের ক্ষমতার লড়াইয়ের গল্পযেখানে দেখানো হবে আজকের যুগে দাঁড়িয়েও কিভাবে কিছু কর্পোরেট সংস্থান মহিলাদের যোগ্য সম্মান দেয় নাতাছাড়া এই ছবিতে এমন একজন মহিলার কাহিনী আছে,যে একজন সাধারণ গৃহবধূ হয়েও তাঁর হারিয়ে যাওয়া স্বামীকে খুঁজে বের করে এবং সবার সামনে তার মুখোশ খুলে দেয়আর এই চরিত্রের জন্য আমি শ্রাবন্তীকে উপযুক্ত মনে করি
সূত্র: কলকাতা24x7

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: