Monday, 12 January 2015

সিডনিতে একান্তে সময় কাটানোর মুহূর্তে ক্যামেরাবন্দি হলেন ভিরাট-আনুশকা!

খুব সম্প্রতি ইংরেজি নতুন বর্ষ উদযাপনে বলিউডের মোস্ট হ্যাপেনিং জুটি ভিরাট- আনুশকা পারি জমান অস্ট্রেলিয়াতে। লোকচক্ষুর অগোচরে একান্তে কিছু সময় কাটানোর প্রবল ইচ্ছা থেকেই দুজনের এমন সিদ্ধান্ত। কিন্তু পাপারজ্জিদের চোখ থেকে বাঁচতে পারবেন এমনটা কি হতে পারে বলুন! হ্যাঁ, ঠিকই ধরেছেন ভিরাট-আনুশকা অনেকটা সময় নিজেরদের সম্পর্ক নিয়ে লুকোচুরি খেললেও ভিরাটের খুব সম্প্রতি মিডিয়ার সামনে আনুশকার সাথে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করার পর বেশ খোলামেলাই ছিলেন নিজেদের সম্পর্ক নিয়ে। তাই তো অস্ট্রেলিয়ার অভিসার জাপনের সময় আনুশকার সাথে এক ছবি তার টুইটার একাউন্টে প্রকাশ করেন। কিন্তু এই অভিসারের আরও দুটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। শত চাইলেও কি তারকাদের জীবন আর গোপন থাকে। ছবি দুটিতে দেখা যায় আনুশকা ভিরাট একে অন্যের হাতে ধরে লেকে হাঁটছেন।

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: