বলিউডে চরিত্রের প্রযোজনে ওজন কমানো-
বাড়ানো নায়িকাদের কাছে সাধারণ একটি ব্যাপার হয়ে দাড়িয়েছে।
তবে বিদ্যা বালানের এক ধাক্কায় ৬ কেজি ওজন কমানোর
খবরে অনেকেই চোখ কপালে তুলেছেন।
আপকামিং সিনেমাতে নিজেকে পারফেক্ট রূপে পর্দায়
তুলে ধরতে এতখানি ওজন কমালেন বিদ্যা।
পরিচালক মোহিত সুরীর
পরবর্তী সিনেমা হামারি আধুরি কাহানিতে মূল চরিত্রে অভিনয়
করতে দেখা যাবে বিদ্যা বালানকে। এই
সিনেমাতে নিজেকে আরও বেশি আকর্ষণীয়
করে তুলতে ওজন কমিয়েছেন বিদ্যা। এমনিতে বিদ্যা কখনই
বলিউডের নায়িকাদের ট্রেন্ড মেনে স্লিম ফিগারের
দিকে ঝোঁকেননি। বরং তিনি সবসময় জানিয়েছেন তিনি যেরকম
সেরকমই। তাহলে এবার ওজন কমানোর হিড়িক কেন?
ঘনিষ্ঠ সূত্রের খবর, ‘বিদ্যাকে এই ছবির জন্য
রোগা হতে বলেছিলেন পরিচালক মোহিত সুরী।
সেকারণে নিজেকে পারফেক্ট শেপে এনে প্রফেশনাল
অভিনেত্রীরই পরিচয় দিয়েছেন বিদ্যা’।
তবে এটা প্রথমবার নয়। এর আগে মিলন লুথারিয়ার
ছবি ‘ডার্টি পিকচার’-এর জন্য কয়েক কেজি ওজন
বাড়িয়ে নিয়েছিলেন বিদ্যা।

0 comments: