Saturday, 17 January 2015

ভানি কাপুরের অত্যন্ত আবেদনময়ী ফটোশুটে আলোচনার ঝড় (দেখুন ছবিতে)

বলিউডের এ সময়ের আলোচিত নায়িকাদের অন্যতম তিনি। কেবল একটি সিনেমাতে কাজ করেই এতোটা আলোচিত হয়ে উঠবেন তা কেউ কল্পনা না করলেও ভানি কাপুর কিন্তু তার পরিবারের নাম রক্ষাই করে আছেন। শুদ্ধ দেশী রোমান্স সিনেমায় অভিনয় করার পর হাজার হাজার ভক্তরা তার আকর্ষণীয় লম্বা পায়ের প্রেমে পড়ে যায়। তবে আকর্ষণীয় পায়ের সাথে সাথে সুন্দর ফিগারের অধিকারিণী তাই প্রমাণ করলেন। সম্প্রতি এই অভিনেত্রী ম্যাক্সিম ম্যাগাজিনের ফোটোশুটে অংশগ্রহণ করেন। সেখানেই নিজের রূপের জালে বাঁধতে দেখা যায়। তবে চলুন দেখে নিই আকর্ষণীয় ভানি কাপুরের সেই ফটোশুটের কিছু মুহূর্ত।




SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: