হঠাৎ করেই ১৬ জানুয়ারি ঢাকা এলেন টালিগঞ্জের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ঢাকায় এক পরিচিতজনের গেট টুগেদার অনুষ্ঠানে অংশ নিতেই তার এই ঢাকা আগমন। তখনো ঢাকাই চলচ্চিত্রের অনেকেই জানেন না এ খবর। অনুষ্ঠান শেষ করে সেদিন রাতে নিজেই আয়োজন করেন আরেকটি অনুষ্ঠান। ধানমণ্ডির সেই অনুষ্ঠানে দাওয়াত করেন অভিনেতা আলমগীর, ওমর সানী, মৌসুমী, ফেরদৌস, সংগীতশিল্পী মমতাজ ও রবি চৌধুরীকে। ঋতুর ফোনকল পেয়ে রীতিমতো চমকেই গেছেন তারা।
ওমর সানী বলেন, আমরা কিছুই জানতাম না। হঠাৎ একটা অচেনা নম্বর থেকে ফোন এলো। রিসিভ করতেই ঋতুপর্ণার কণ্ঠ শুনে চমকে গেলাম। সে আমাকে আর মৌসুমীকে দাওয়াত দিল তার অনুষ্ঠানে। আমরা গিয়ে দেখি অন্যরাও উপস্থিত।
ফেরদৌস বলেন, ঋতু এভাবে চমকে দেবে কল্পনাও করিনি। সাধারণত সে ঢাকা আসার আগে আমার সঙ্গে যোগাযোগ করে। কিন্তু এবার তেমন কিছুই করেনি। উল্টো আমাদের নিয়ে পার্টি দিল। আমার কাছে ব্যাপারটা বিস্ময়কর মনে হয়েছে। তবে আমরা সবাই সন্ধ্যাটা খুব উপভোগ করেছি। প্রায় রাতভর পার্টি শেষে ১৭ জানুয়ারি সকালের ফ্লাইটে কলকাতা ফিরে গেছেন ঋতুপর্ণা।

0 comments: