Saturday, 24 January 2015

দুঃস্থ গরিব মানুষদের পাশে অনন্ত জলিল


অনন্ত জলিল এর আগেও দুঃস্থ গরীবদের পাশে দাঁড়িয়েছেনএবারের প্রবল শীতেও তিনি দুঃস্থ ও শীতার্তদের পাশে দাড়াচ্ছেনঅনন্ত জলিল একাধারে শুধু একজন বিশিষ্ট শিল্পপতি বা জনপ্রিয় চিত্রনায়ক নন, তিনি একজন সমাজ সেবক
সেভ দ্যা স্মাইল নামক একটি প্রতিষ্ঠানের আয়োজনে অনন্ত জলিল আগামী ২৩ শে জানুয়ারি শুক্রবার বিকাল ৩ টায় কমলাপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করবেন
সেভ দ্যা স্মাইলের মুখপাত্র জনাব ইয়াসিন আহমেদ বলেন, সেভ দ্যা স্মাইল মূলত গড়ে উঠেছে ঢাকা শহরের বিভিন্ন সরকারি, বেসরকারি কলেজ, ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীদের সমন্বয়েআমরা আমাদের এই কার্যক্রমে স্যার অনন্ত জলিলকে প্রধান অতিথি হিসাবে পেয়ে সত্যিই নিজেদের ধন্য মনে হচ্ছে
শীত বস্ত্র বিতরণ প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, আমি সবসময় চেষ্টা করি দুঃস্থ গরিব মানুষদের পাশে দাঁড়ানোরআমি মনে করি মহান আল্লাহতাআলা আমাকে যে সামর্থ্য দিয়েছেন তা দিয়ে মানুষের পাশে থাকারআর এ কারণেই আমার এজে ফাউন্ডেশন প্রতিষ্ঠা করাযেখান থেকে প্রতিনিয়ত সহযোগিতার হাত বাড়িয়ে দেই
তিনি বলেন, সেভ দ্যা স্মাইলের এই আয়োজনকে আমি সাধুবাদ জানাই এবং একইসাথে সমাজের সকল সামর্থ্যবান ব্যাক্তিদের প্রতিও আমার বিনীত আহ্বান থাকবে আপনার আশে পাশে যে বা যারা দুঃস্থ তাদের প্রতি আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: