Wednesday, 14 January 2015

মেক্সিকোতে সানি- সাইন (দেখুন ছবিতে)

বলিউডে এই মুহূর্তে তার হাতে অনেক কাজ। তবে কাজের ব্যস্ততাকে একটু সরিয়ে রেখেই সানি চললেন দূর মেক্সিকোতে। আর ছুটি কাটাতে গিয়ে তিনি যে ছবি পোস্ট করলেন তাতে তার পরিচালকরা নতুন কোনও দৃশ্য ভাবতেই পারেন তাদের ছবির জন্য। স্বামী ড্যানিয়েল ওয়েবারকে নিয়ে সানি এখন হলিডে মুডে মেক্সিতে। টাইট শিডিউলের মাঝে ছুটি পেয়ে চুটিয়ে মজা করছেন সানি। মেক্সিকান খাবার খেয়ে টুইট করে জানিয়েছেন, পরিবারের সঙ্গে বসে মেক্সিকান খাবার খাওয়ার থেকে ভালো আর কিছু হয় না। আর সে সব ছবি ফ্যানদের জন্য তুলে দিয়েছেন এক সাইটে। সেখানে কখনও পরিবারের সঙ্গে দেখা যাচ্ছে তাকে, কখনও বা তিনি ড্যানিয়েলের সঙ্গে একান্তে। তবে সবথেকে চমক লাগিয়েছে ব্ল্যাক সুইসসুটে বিচের ওপর সানির ছবি। যে কোনও বলিউডি ছবির দৃশ্য মনে হতেই পারে। কিন্তু এ তার একান্তই ছুটি কাটানোর ছবি। তবে এ ছবি দেখে সানির পরিচালকরা এরকম কোনও দৃশ্যের কথা ভাবতেই পারেন তার আগামী ছবির জন্য।






SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: