Wednesday, 14 January 2015

এলি আভ্রামের কোন দিকে তাকিয়ে আছেন শাহরুখ?

প্রচ্ছদের ছবিটি দেখে নিশ্চয়ই শাহরুখের ভক্তরা লজ্জায় মুখ লুকানোর জায়গা খুঁজে বেড়াচ্ছেন! পুরো অনুষ্ঠানটি জুড়ে শাহরুখের চোখ কেবল রূপসী নিউ কামার এলি আভ্রামের দিকেই ছিল। রূপসী নায়িকাদের চোখ বাকিয়ে দেখেবেন এটাই স্বাভাবিক কিন্তু এতো সেলিব্রেটির সামনে এমন কাণ্ড ঘটিয়ে বসবেন তা অনেকেই বুঝতে পারেননি। তবে পাশে যখন রূপসী এলি তাও আবার যখন আকর্ষণীয় পোশাকে শাহরুখের পাশেই দাঁড়িয়ে আছেন তখন দৃষ্টি নিয়ন্ত্রণ করা আসলেই একটু কষ্টকর হয়ে পড়ে এই বাদশাহর জন্য। সম্প্রতি বলিউডের জনপ্রিয় সেলিব্রেটি ফটোগ্রাফার ডাব্বু রাত্নানির ক্যালেন্ডার প্রকাশ করা হয়। আর ডাব্বুর রাত্নানির ক্যালেন্ডার মানেই বলিউডের সুদর্শন আর রূপসী নায়ক- নায়িকাদের আকর্ষণীয় ভঙ্গি। আর এই অনুষ্ঠানে এসেই শাহরুখের চোখে পরে যায় ইলিকে। বিপাশা- ইলির সাথে দাঁড়িয়ে গ্রুপ ফটো তলার সময় অসচেতনতার কারণে ইলির স্পর্শকাতর স্থানের একটু অংশ বেড়িয়ে যায়। তখনই তাকিয়ে ফেলেন শাহরুখ। শাহরুখের এমন নিয়ন্ত্রনহীনতা দেখে সালমান কী বলবেন এখন সেটাই দেখার পালা। কেননা সালমানের পছন্দের তালিকায় রয়েছেন এই অভিনেত্রী। আর সালমানের হাত ধরেই তো বলিউডে পা রেখেছেন তিনি। সূত্র: এফওআই

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: