Tuesday, 2 December 2014

দ্বিতীয়বারের মত কন্যাসন্তানের জননী হলেন শ্রাবন্তী,দেখুন মিষ্টি একটি ছবি


ছোটপর্দার একসময়ের জনপ্রিয় প্রিয়দর্শিনী অভিনেত্রী শ্রাবন্তী দ্বিতীয়বারের মত কন্যাসন্তানের মা হলেনগত ২৭ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৯টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এলমহার্টস হাসপাতালে দিতিয় কন্যাসন্তানের জন্ম দেন এই অভিনেত্রী
মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন সন্তানসম্ভবা হওয়ার পর গত ১৯ জুন আমেরিকায় যান শ্রাবন্তীএরপর থেকে তিনি সেখানেই আছেনতার স্বামী এনটিভির জেনারেল ম্যানেজার খোরশেদ আলম কিছুদিন আগে আমেরিকায় যান
ফেসবুকে ৩০ নভেম্বর স্বামীকে উদ্দেশ্য করে শ্রাবন্তী আনন্দে লিখেছেন, দুই মেয়ের বাবাআলহামদুলিল্লাহঅভিনন্দন মোহাম্মদ খোরশেদ আলম
উল্লেখ্য, ২০১১ সালে শ্রাবন্তী ও খোরশেদ আলম দম্পতির বড় মেয়ে রায়ার জন্ম হয় নিউজার্সিতেমেয়ে ও পরিবারকে সময় দিতে অনেকদিন ধরেই অভিনয় থেকে দূরে আছেন শ্রাবন্তী

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: