বাংলাদেশের সঙ্গীত ভুবনের জনপ্রিয় তারকা তিনি। তবে আপনি কি জানেন এই সংগীতশিল্পী চলচ্চিত্রে পা রাখতে চলেছেন। কথা হচ্ছে সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎকে নিয়ে। তবে এখানেই শেষ নয় তিনি একাই নন তার সাথে একই সিনেমাতে অভিনয় করবেন ছেলে নিবিড়।
হ্যাঁ, ঠিকই শুনেছেন। সরকারি অনুদানে নির্মিতব্য সিনেমাটির নাম 'সুতপার ঠিকানা'। প্রসূন রহমানের পরিচালনায় এই সিনেমাতে সুতপার ছেলে অপু চরিত্রে অভিনয় করেছে ক্লাস সিক্সে পড়ুয়া নিবিড়। আর এই সিনেমার সংগীত পরিচালনা করছেন কুমার বিশ্বজিৎ।
এরই মধ্যে নিবিড় তার অংশের শুটিং শেষ করেছে। পরিচালক বলেন, 'নিবিড় সত্যিই ভালো অভিনয় করেছে। ভাবতেই পারিনি, সে এতটা ভালো করবে।'
কুমার বিশ্বজিৎ বলেন, 'ছোটবেলা থেকেই ওর মধ্যে অনুকরণ করার প্রবণতা লক্ষ করেছি। এমনকি আমার চালচলনও সে অনুকরণ করার চেষ্টা করে। হাজার লোকের ভিড়ে সামান্য একটা ভুল তার চোখে ঠিকই ধরা পড়ে। তাই কোনো দিন অভিনয় না করলেও নিবিড় বেশ ভালো করেছে।'

0 comments: