Tuesday, 2 December 2014

দেখুন তো কুমার বিশ্বজিতের পাশে কে দাঁড়িয়ে আছে?


বাংলাদেশের সঙ্গীত ভুবনের জনপ্রিয় তারকা তিনিতবে আপনি কি জানেন এই সংগীতশিল্পী চলচ্চিত্রে পা রাখতে চলেছেনকথা হচ্ছে সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎকে নিয়ে তবে এখানেই শেষ নয় তিনি একাই নন তার সাথে একই সিনেমাতে অভিনয় করবেন ছেলে নিবিড়
হ্যাঁ, ঠিকই শুনেছেনসরকারি অনুদানে নির্মিতব্য সিনেমাটির নাম 'সুতপার ঠিকানা'প্রসূন রহমানের পরিচালনায় এই সিনেমাতে সুতপার ছেলে অপু চরিত্রে অভিনয় করেছে ক্লাস সিক্সে পড়ুয়া নিবিড়আর এই সিনেমার সংগীত পরিচালনা করছেন কুমার বিশ্বজিৎ
এরই মধ্যে নিবিড় তার অংশের শুটিং শেষ করেছেপরিচালক বলেন, 'নিবিড় সত্যিই ভালো অভিনয় করেছেভাবতেই পারিনি, সে এতটা ভালো করবে'
কুমার বিশ্বজিৎ বলেন, 'ছোটবেলা থেকেই ওর মধ্যে অনুকরণ করার প্রবণতা লক্ষ করেছিএমনকি আমার চালচলনও সে অনুকরণ করার চেষ্টা করেহাজার লোকের ভিড়ে সামান্য একটা ভুল তার চোখে ঠিকই ধরা পড়েতাই কোনো দিন অভিনয় না করলেও নিবিড় বেশ ভালো করেছে'

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: