Thursday, 18 December 2014

বিগ বস আট: গৌতম গুলাটি দ্বারা গর্ভবতী ডিয়ান্ড্রা!


কিছুদিন যাবত বিগ বস আট মানেই যেন গৌতম গুলাটি এবং ডিয়ান্ড্রার প্রেম এবং ব্রেক আপের খবরেই মুখরিত এই তারকা জুটির রোমান্স এবং ওয়াশরুমের চুম্বনের ঘটনা এখন টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে
যাই হোক, সম্প্রতি একটি খবর ফাঁস হওয়ার পর থেকে বিগবসের বাড়ির সদস্যদের অবাক করে কী ছিল সেই খবরে যা একে বারে দর্শক থেকে শুরু করে তারকাদেরও অবাক করেছে? সম্প্রতি টেলিচাক্কার এ ডিয়ান্ড্রাকে নিয়ে একটি খবর প্রকাশিত হয় টেলিচাক্কার এ প্রকাশিত খবর অনুযায়ী, ডিয়ান্ড্রা গৌতম গুলাটি দ্বারা গর্ভবতী হয়ে পড়েন এমন খবর প্রকাশিত হওয়ার কিছুক্ষনের সাথে সাথে চারিদিকে ছড়িয়ে পড়ে
এদিকে বিগ বসের বাড়ির সূত্র থেকে জানা যায়, গত মাস থেকে ডিয়ান্ড্রা অসুস্থবোধ করছিলেনআর কিছুদিন থেকে তার শারীরিক অবস্থার অবনতিও হতে শুরু করেযার কারণে ডিয়ান্ড্রার জন্য বিগ বসের বাড়িতে ডাক্তারও ডাকা হয়আর ডাক্তারি পরিক্ষা নিরিক্ষার জন্য ডিয়ান্ড্রাকে সোনোগ্রাফি কারাতে হয় আর এখান থেকে খবর রতে যায় যে ডিয়ান্ড্রা গৌতম দ্বারা গর্ভবতী হয়ে পরেন
এতো কিছু রটার পরেও ডিয়ান্ড্রা ভেঙ্গে পড়েননি শোতে সালমান এই কন্ট্রোভারসিকে পাত্তা দেননি এবং ডিয়ান্ড্রার পক্ষ নিয়ে কথা বলেছেন
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: