Thursday, 18 December 2014

শাহরুখের সাথে রোমান্সে মেতে উঠবেন মাহিরা


শাহরুখ খানের পরের সিনেমায় সম্ভাব্য অভিনেত্রী হিসেবে তার বিপরীতে অভিনয়ের জন্য সোনম কাপুর এবং কৃতি শ্যাননের নাম শোনা গেলেও তা হচ্ছে নাঅবস্থা দেখে মনে হচ্ছে পাকিস্তানের অভিনেত্রী মাহিরা খান শাহরুখের পরের সিনেমা রাইসের প্রধান চরিত্রে অভিনয় করতে চলেছেন
ফারহান আখতার এবং রিতেশ সিধওয়ানি প্রোডাকশন হাউস থেকে নির্মিত রাহুল ঢোলাকিয়ার রাইস সিনেমাটি গুজরাটের এক অসাধু ব্যবসায়ীর জীবন নিয়ে গড়ে উঠেছে পার্শ্ব অভিনেতা হিসেবে ফারহান আখতারের এই সিনেমায় কাজ করার কথা থাকলেও বর্তমানে নওয়াজউদ্দিন সিদ্দিকি সেই চরিত্রে অভিনয় করবেন বলে নিশ্চিত হওয়া গিয়েছেতবে যাইহোক না কেন, এখন শাহরুখ খানকে দেখা যাবে পাকিস্তানি অভিনেত্রীর সাথে পর্দায় রোমান্স করতে
অভিনয়ের পাশাপাশি মাহিরা একজন ভিজেএছাড়াও পাকিস্তানে তিনি নিজেই একটি টক শো পরিচালনা করেনকয়েকদিন আগে তার করা একটি ইন্ডিয়ান টেলিভিশন সিরিয়াল হামসাফার সর্বোচ্চ টিআরপি সংগ্রহ করেঅভিনেতা ফাওয়াদ খানের মত মাহিরাও বলিউডে কেবলই পা রেখেছে
বলিউডে ক্যারিয়ার শুরু করার জন্য শাহরুখ খানের বিপরীতে অভিনয়ের সুযোগ সবাই পায় নাএখন দেখার বিষয় নতুন এই জুটিকে দর্শক কিভাবে গ্রহণ করেন আগামী বছরের জুলাইতে এই সিনেমা মুক্তি পাবে
সূত্র: ডিএনএ

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: